১ উইকেটের ঘাটতিতে সাকিবদের ছোঁয়া হলো না জাদেজার

একই টেস্টে সেঞ্চুরি হাঁকানো ও ১০ উইকেট দখলের বিরল কীর্তি রয়েছে ক্রিকেট ইতিহাসের মাত্র তিন খেলোয়াড়ের। ছোট্ট সেই তালিকায় জায়গা করে নেওয়ার জোরালো সম্ভাবনা জাগিয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু মাত্র ১ উইকেটের ঘাটতিতে ইয়ান বোথাম, ইমরান খান ও সাকিব আল হাসানকে ছোঁয়া হলো না তার। ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখানোর পরও তাই আক্ষেপ থেকে যেতে পারে ভারতের এই তারকা অলরাউন্ডারের।
জাদেজার নজরকাড়া পারফরম্যান্সে রোববার মোহালি টেস্টের তৃতীয় দিনে শ্রীলঙ্কাকে ইনিংস ও ২২২ রানে হারিয়েছে ভারত। ব্যাট হাতে একমাত্র ইনিংসে ২২৮ বলে অপরাজিত ১৭৫ রানের অসাধারণ ইনিংস খেলেন জাদেজা। এরপর বাঁহাতি স্পিনে দুই ইনিংস মিলিয়ে ৮৭ রানে তার শিকার ৯ উইকেট। দলের বিশাল জয়ে সর্বোচ্চ অবদান রাখায় স্বাভাবিকভাবেই তার হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার।
জাদেজার ক্যারিয়ারসেরা ইনিংসে রানের পাহাড়ে চড়েছিল ভারত। টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৫৭৪ রান তুলে তারা ঘোষণা করে প্রথম ইনিংস। এরপর লঙ্কানদের প্রথম ইনিংসে মাত্র ১৭৪ রানে থামাতে জাদেজা নেন ৪১ রানে ৫ উইকেট। ৪০০ রানে পিছিয়ে ফলো-অনে নামা সফরকারীরা দ্বিতীয় ইনিংসেও পড়ে জাদেজার তোপের মুখে। উইকেটের সুবিধা আদায় করে নিয়ে ঘূর্ণি জাদুতে ৪৬ রানে তিনি পান ৪ উইকেট।
দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানে যখন শ্রীলঙ্কার অষ্টম উইকেটের পতন হয়, তখন সবমিলিয়ে ৯ উইকেট হয়ে গিয়েছিল জাদেজার। ফলে বিরল কীর্তি গড়ার সুবাস পাচ্ছিলেন তিনি। কিন্তু পরের দুই ব্যাটারকে নিজের ঝুলিতে ঢোকাতে পারেননি। বিশ্ব ফার্নান্দো ও লাহিরু কুমারাকে সাজঘরে পাঠান যথাক্রমে মোহাম্মদ শামি ও রবিচন্দ্রন অশ্বিন। তাতে দ্বিতীয় ইনিংসে কেবল ১৭৮ রানে গুটিয়ে যায় লঙ্কানরা।
কোনো টেস্টে সেঞ্চুরি ও ১০ উইকেট- এই কীর্তি প্রথম গড়েছিলেন ইংল্যান্ডের কিংবদন্তি অলরাউন্ডার বোথাম। ১৯৮০ সালে মুম্বাইতে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসে ১৪৪ বলে ১১৪ রানের পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে তিনি নিয়েছিলেন ১৩ উইকেট। বোথামকে পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি অধিনায়ক ইমরান স্পর্শ করেন ১৯৮৩ সালে। ফয়সালাবাদে ভারতের বিপক্ষে মোট ১১ উইকেট দখলের সঙ্গে সঙ্গে প্রথম ইনিংসে খেলেন ১২১ বলে ১১৭ রানের ইনিংস।
বোথাম ও ইমরানের পাশে বাংলাদেশের শীর্ষ তারকা সাকিব বসেন ২০১৪ সালে। খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটে-বলে আলো ছড়িয়েছিলেন এই বাঁহাতি অলরাউন্ডার। প্রথম ইনিংসে পাঁচে নেমে করেছিলেন ১৮০ বলে ১৩৭ রান। আর সবমিলিয়ে তিনি ১২৪ রানে পেয়েছিলেন ১০ উইকেট। প্রথম ইনিংসে তার শিকার ছিল ৮০ রানে ৫ উইকেট, দ্বিতীয় ইনিংসে ৪৪ রানে ৫ উইকেট।
Comments