৩২ স্পিনারকে নিয়ে হেরাথের অধীনে বিশেষ ক্যাম্প

জাতীয় দলের নিয়মিত স্পিনারদের বাইরে যথেষ্ট ব্যাকআপ প্রস্তুত নেই বাংলাদেশের। সম্প্রতি শ্রীলঙ্কার বিপক্ষে টের পাওয়া গেছে স্পিন ঘাটতি। দুই অফ স্পিনার চোটে পড়ে ছিটকে যাওয়ায় আরেকজন বিকল্প খোঁজে পাওয়া যায়নি। এই ঘাটতি দূর করতে জাতীয় দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের অধীনে বিশেষ ক্যাম্প আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পারিবারিক কারণে ছুটি নেওয়ায় ওয়েস্ট ইন্ডিজ সফরে থাকছেন না হেরাথ। ছুটিতে যাওয়ার আগে লঙ্কান এই কোচকে পাইপলাইন পরখ করার কাজে লাগাচ্ছে বিসিবি। রোববার (২৯ মে) থেকে ১ জুন তার অধীনে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চলবে চারদিনের বিশেষ ক্যাম্প।
দেশের ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন ধাপে খেলেন এরকম বাঁহাতি স্পিনার, অফ স্পিনার ও লেগ স্পিনারদের ডাকা হয়েছে বিশেষ এই ক্যাম্পে। মূলত কার কেমন স্কিল, এসবই পরখ করে দেখবেন হেরাথ।
ক্যাম্পে ডাক পাওয়া বেশিরভাগই পরিচিত মুখ। প্রথম শ্রেণী ও ঢাকা প্রিমিয়ার লিগে খেলে থাকেন তারা। এর বাইরেও আনকোরাও কয়েকটি নাম আছে।
বিশেষ ক্যাম্পে ডাক পাওয়া ৩২ স্পিনার: রাকিবুল হাসান, তানবীর ইসলাম, হাসান মুরাদ, নাজমুল ইসলাম অপু, রাইহান, নাহিদুল ইসলাম, রিশাদ হোসেন, সঞ্জিত সাহা দ্বীপ, রনি চৌধুরী, সানজামুল ইসলাম, ইফতেখার সাজ্জাদ, রাহাতুল ফেরদৌস, টিপু সুলতান, আল মামুন রাজু, মিনহাজুল আবেদিন আফ্রিদি, মেহরাব অহিন, সাহাদাত হোসেন সবুজ, নাইম হোসেন সাকিব, জুবায়ের হোসেন লিখন,আকাশ, অমিত মল্লিক, মুজাক্কির, আবু হাশিম, আরিফুল জনি, এসকে অন্তর, রতন, মহিউল ইসলাম পাটোয়ারি , তুষার মিয়া, অনিক, তাজ এহতেশাম মাহমুদ, স্বাধীন ইসলাম, রুবেল।
Comments