৫ বল পেলেও প্রভাব রাখতে চান ব্রাভো

Dwayne Bravo and Ruturaj Gaikwad
৬ষ্ঠ উইকেট জুটিতে মাত্র ১৬ বলে ৩৯ রান আনেন রতুরাজ গায়কোয়াড় ও ডোয়াইন ব্রাভো। ছবি: আইপিএল

তিনি যখন ক্রিজে আসেন ইনিংসের বাকি আর ২০ বল। তারমধ্যে খেলতে পেরেছেন কেবল ৮ বল কিন্তু তাতেই ডোয়াইন ব্রাভো রেখেছেন দারুণ প্রভাব। দলের দেড়শো ছাড়ানোর পেছনে তার অবদান অনেক। পরে বল হাতেও ৩ উইকেট নিয়ে ঝলক দেখিয়েছেন এই ক্যারিবিয়ান। দুর্দান্ত ইনিংস খেলে তরুণ রতুরাজ গায়কোয়াড় মূল নায়ক হলেও ম্যাচে প্রায় কাছাকাছি প্রভাব রাখা ব্রাভো বললেন ৫ বল পেলেই মোড় ঘোরাতে তৈরি থাকেন তিনি।

রোববার আইপিএলের দ্বিতীয় অংশের শুরুতে ব্রাভো-রতুরাজের ঝলকে অনায়াসে জিতে চেন্নাই সুপার কিংস। আগে ব্যাট করে রতুরাজের ৫৮ বলে অপরাজিত ৮৮ আর ব্রাভোর ৮ বলে ২৩ রানে তারা পায়  ১৫৬ রানের পুঁজি। পরে ২৫ রানে ৩ উইকেট নিয়ে মুম্বাইকে ১৩৬ রানে আটকে রাখতে ভূমিকা রাখেন ব্রাভো।

১৭তম ওভারে ক্রিজে আসার পর খেলার মোড় ঘুরিয়ে দেন ব্রাভো। ৭ বলে তিন ছক্কা পিটিয়ে তুলে ফেলেন ২৩ রান। দলকে করে দেন ১৫০ ছাড়িয়ে যাওয়ার পর। ৮ম বলে আরেকটি চেষ্টায় ইনিংস থামে তার।

অলরাউন্ডার হলেও চেন্নাইর লম্বা ব্যাটিং অর্ডারে ৮ নম্বরে সুযোগ মেলে ব্রাভোর। তবে সুযোগ যখনই আসুক তাতে পুরোপুরি কাজে লাগাতে প্রস্তুত থাকার কথা জানিয়েছেন ম্যাচ শেষে,    'আমাদের ব্যাটিং লাইনআপ অনেক লম্বা। আমাকে নিচে নামতে হয়। তবে মূল ব্যাপারটা হলো ওই সময়টা কাজে লাগানো। আমি ১২ বল বা ১১ বল পেলেও সেভাবে মানিয়ে নিয়ে প্রভাব রাখতে চাই।'

'এমনকি যদি ৫ বল পাই তাতে ২০ রান করা গেলে প্রভাব তৈরি হয়। আমার ব্যাটিং সামর্থ্য আছে। সুযোগ পেলেই কাজে লাগাবো।'

Comments

The Daily Star  | English

Advisory council set to hold emergency meeting this evening

Sources from the CA office confirmed that the meeting will take place at the State Guest House, Jamuna

10m ago