৬৮ রানে অলআউট ইংল্যান্ড, হারল ইনিংস ব্যবধানে

৬৮ রানে অলআউট ইংল্যান্ড, হারল ইনিংস ব্যবধানেপ্রথম দুই টেস্টে হেরে আগেই ব্যাকফুটে ছিল ইংল্যান্ড। তৃতীয় ম্যাচে দারুণ কিছু করতে না পারলে অ্যাশেজ হাতছাড়া হবে দুই ম্যাচ বাকি থাকতেই। এমন ম্যাচে উল্টো নাস্তানাবুদ হয়েছে তারা। আরও বাজে হারের নিদর্শন গড়ে এবার তারা গুটিয়ে গেছে মাত্র ৬৮ রানে। ফলে দুই ম্যাচ হাতে রেখেই অ্যাশেজ নিশ্চিত করল অস্ট্রেলিয়া।
মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১৪ রানে হেরেছে ইংল্যান্ড। তৃতীয় দিনে সকালে মাত্র ৮১ বল টিকতে পেরেছে দলটি। প্রথম ইনিংসের মাত্র ৮২ রানের লিডেই জয় পেল অজিরা।
গত ৩৫ বছরের ইতিহাসে ২৬৭ এর থেকে কম রান করে আর কোনো দল ইনিংস ব্যবধানে টেস্ট ম্যাচ জেতেনি। অ্যাসেজের ইতিহাসে এটা দ্বিতীয় সর্বনিম্ন রান। এর কম করে শেষবার ১৮৮৮ সালে ১৭২ রান করে জিতেছিল ইংল্যান্ড। অ্যাশেজে অস্ট্রেলিয়ার মাটিতে ৬৮ রান ইংল্যান্ডের সর্বনিম্ন স্কোর।
অবশ্য প্রথম ইনিংসে ১৮৫ রানে অলআউট হওয়ার পরই ভাগ্য নির্ধারিত হয়ে গিয়েছিল সফরকারীদের। যদিও দ্বিতীয় দিনে অসাধারণ বোলিংয়ে তাদের আশা জিইয়ে রেখেছিলেন জেমস অ্যান্ডারসন। কিন্তু ব্যাটারদের ব্যর্থতায় কোনো লাভ হয়নি।
ইংল্যান্ড এদিন মূলত গুটিয়ে গেছে অভিষিক্ত স্কট বোল্যান্ডের তোপে। আগের দিন এক ওভার বল করেই দুটি উইকেট তুলে ইশারা দিয়ে গিয়েছিলেন এ পেসার। এদিন দেখালেন আসল খেলা। তার বোলিং তোপে টপাটপ পড়তে থাকে ইংলিশদের উইকেট। ৪ ওভার বল করে মাত্র ৭ রানের খরচাতেই পান ৬টি উইকেট।
একই সঙ্গে দারুণ এক রেকর্ড গড়েছেন বোল্যান্ড। টেস্ট ক্রিকেটের ইতিহাসে অভিষেক ম্যাচে সব থেকে কম রান দিয়ে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়লেন এ পেসার। ভেঙে দিলেন ১৩৪ বছর পুরানো চার্লস টার্নারের রেকর্ড।
আগের দিনের ৩১ রানে ৪ উইকেট হারানো ইংল্যান্ড দল এদিনও দিনের শুরু থেকেই উইকেট হারাতে থাকে। এদিনের শুরুটা অবশ্য করেছেন মিচেল স্টার্ক। বেন স্টোকসকে বোল্ড করে দেন। এরপর বল হাতে খেল দেখাতে শুরু করেন বোল্যান্ড।
জনি বেয়ারস্টোকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলার পর ইংলিশদের আশার প্রদীপ অধিনায়ক জো রুটকেও ফেরান বোল্যান্ড। কার্যত তখন থেকেই ইনিংস হার দেখতে থাকে ইংল্যান্ড। এরপর পরিণতিটাও নিশ্চিত করে দেন বোল্যান্ড। মার্ক উড ও ওলে রবিনসনকেও ফেরান। তাতে ৬৮ রানেই শেষ ইংলিশরা।
ইংল্যান্ডের হয়ে মাত্র দুইজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পেরেছেন। ডেভিড মালান, জ্যাক লিচ, মার্ক উড এবং ওলে রবিনসন তো রানের খাতাই খুলতে পারেননি। অধিনায়ক রুট করেন সর্বোচ্চ ২৮ রান। এছাড়া ১১ রান আসে স্টোকসের ব্যাট থেকে।
বোল্যান্ডের তোপে ইংলিশদের ভাগ্য নির্ধারিত হলেও দারুণ বোলিং করে তাকে সাহায্য করেছেন স্টার্ক। ২৯ রানের বিনিময়ে তার শিকার ৩টি। অপর উইকেটটি পান ক্যামেরুন গ্রিন।
Comments