৭২৫ রানে জিতে বিশ্ব রেকর্ড!

চারদিনের ম্যাচে ৭২৫ রান করাটাই বড় ব্যাপার। সেখানে এক দল জিতলই কিনা ৭২৫ রানের ব্যবধানে। ভারতের রঞ্জি ট্রফিতে উত্তরাখণ্ডের বিপক্ষে মুম্বাইর এই জয় ভেঙে দিল ৯২ বছরের পুরনো রেকর্ড।

রঞ্জির কোয়ার্টার ফাইনালে উত্তরাখণ্ডকে বৃহস্পতিবার ৭২৫ রানে হারায় মুম্বাই। প্রথম শ্রেণীর ক্রিকেটের ইতিহাসে এটিই সবচেয়ে বড় রানের জয়। এর আগে ৭০০ রানের জয়ও ছিল না। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটের। ১৯২৯-৩৯ মৌসুমে কুইন্সল্যান্ডকে ৬৮৫ রানে হারিয়েছিল নিউ সাউথ ওয়েলস। টেস্টে সবচেয়ে বড় রানের জয়ের মালিক ইংল্যান্ড। ১৯২৮-২৯ মৌসুমে তারা অস্ট্রেলিয়াকে হারায় ৬৭৫ রানে।

বেঙ্গালুরুতে উত্তরাখণ্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ৮ উইকেটে ৬৪৭ রান করে ফেলে তারকায় ঠাসা মুম্বাই। জবাবে উত্তরাখণ্ড গুটিয়ে যায় কেবল ১১৪ রানে। ৫৩৩ রানের লিড নিয়েও ফলোঅন না করিয়ে আবার ব্যাট করতে নামে মুম্বাই। যশসি জয়সাওয়ালের সেঞ্চুরিতে এবার তারা ৩ উইকেটে আরও ২৬১ রান জড়ো করে ৭৯৫ রানের লক্ষ্য ছুঁড়ে দেয়।

অবিশ্বাস্য রান তাড়ায় নেমে উত্তরাখণ্ড অলআউট হয়ে যায় মাত্র ৬৯ রানে। ইতিহাসের পাতায় সবার উপরে নাম লেখিয়ে মাঠ ছাড়ে পৃথ্বী শ'র দল।

Comments

The Daily Star  | English

Private sector sidelined in tariff talks

At a Star roundtable, industry leaders, trade experts slam govt’s handling of negotiations with US

9h ago