অনুশীলনে হেরে এক সপ্তাহ রেগে ছিলেন মেসি

দুই পাশে সারিবদ্ধভাবে খেলোয়াড়রা সবাই দাঁড়িয়ে। মাঝ দিয়ে হেঁটে যাচ্ছেন লিওনেল মেসি। দুই পাশের খেলোয়াড়রা তার মাথায় টোকা দিচ্ছেন। কারণ, তিনি অনুশীলনে একটি চ্যালেঞ্জে হেরেছেন। একবার ভেবে দেখুন তো দৃশ্যটা!
দৃশ্যটা কল্পনা করতেই যারা হিমশিম খাচ্ছেন, তাদেরকে জানিয়ে রাখা ভালো, এমন একটি অবিশ্বাস্য ঘটনা সত্যিই ঘটেছিল।
বিশ্বকাপ ছাড়া ক্যারিয়ারে এখন পর্যন্ত সবকিছুই জিতেছেন পিএসজি তারকা মেসি। গড়েছেন অসংখ্য রেকর্ড। স্বাভাবিকভাবেই তিনি একজন চ্যাম্পিয়ন। মাঠের লড়াইয়ে তো বটেই, অনুশীলনেও হারতে পছন্দ করেন না তিনি। কিন্তু বার্সেলোনায় থাকাকালে একবার অনুশীলনে হেরে মাথায় সতীর্থদের টোকা খেতে হয়েছিল তাকে। এরপর এক সপ্তাহ রেগেছিলেন ৩৪ বছর বয়সী এ আর্জেন্টাইন তারকা। সম্প্রতি ভোয়েতবল ইন্টারন্যাশনালকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বার্সা কোচ রোনাল্ড কোমান।
চলতি মৌসুমের শুরুতেই অবশ্য বার্সেলোনা ছাড়তে হয়েছে মেসিকে। তবে বার্সায় এক মৌসুম তাকে পেয়েছিলেন কোমান। তখন খুব কাছ থেকে দেখেছেন মেসিকে। অনুশীলনে পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এ ফরোয়ার্ড যে মনোভাব প্রদর্শন করেন, তাতে তাকে ইতিবাচক অর্থে 'কর্তৃত্বপ্রিয়' আখ্যা দিয়েছেন কোমান।
মেসির অনুশীলনে হারার সেই ঘটনার বর্ণনা দিতে গিয়ে কোমান বলেন, 'অনুশীলনের আগে আমরা সবসময় রন্ডো খেলি। যদি বল ২০ বার ফাঁকি দিয়ে যায়, তবে মাঝখানে থাকা খেলোয়াড়দের অবশ্যই অতিরিক্ত আরেক দফায় অংশ নিতে হবে। যদি এমনটা পরপর তিনবার ঘটে, তাহলে খেলোয়াড়রা দুটি লাইন গঠন করবে এবং মাঝে যে দুজন ছিল, তারা মাঝে দিয়ে হেঁটে যাবে এবং অন্যরা তখন তাদের মাথায় টোকায় দিবে।'
তিনি যোগ করেন, 'আমি মেসিকে জিজ্ঞাসা করেছিলাম, এমনটা তার সঙ্গে হয়েছিল কিনা। সে বলেছিল, হ্যাঁ। এত বছরে সিনিয়র খেলোয়াড়রা কখনোই তরুণ খেলোয়াড়দের কাছে হারেনি। এটা একবার হয়েছিল এবং সেজন্য মেসি সত্যি সত্যি এক সপ্তাহের মতো রেগে ছিল। সত্যিই সে একজন কর্তৃত্বপ্রিয়।'
অনুশীলনেও মেসি সবসময় নিজেকে নিংড়ে দিতেন বলে জানান এ ডাচ কোচ, 'মেসি খুবই ভালো এবং সে বিজয়ী। অনুশীলনের সময়ের শেষদিকে কখনো কখনো কিছু খেলোয়াড় ধীরে ধীরে বল মারত। নিজেদের মধ্যে খুনসুটি করত। কিন্তু মেসির ক্ষেত্রে সবকিছুই ছিল: বুম, বুম, বুম, বুম (সজোরে)। অযথা কিছুই সে করত না, সবকিছুই ছিল কার্যকরী। আর সবসময়ই সে জিততে চাইত।'
Comments