অবশেষে পিএসজির জার্সিতে রামোসের অভিষেক

শেষ পর্যন্ত অপেক্ষার প্রহর ফুরোল সের্জিও রামোসের। অপেক্ষা ফুরোল ভক্তদেরও। রিয়াল মাদ্রিদ ছেড়ে আসার পাঁচ মাস পর পিএসজির হয়ে মাঠে নেমেছেন রামোস। সেঁইত এতিয়েনের বিপক্ষে প্রথম একাদশে আছেন সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক।
রোববার প্রতিপক্ষের মাঠে লিগ ওয়ানের ম্যাচে মাঠে নেমেছে পিএসজি। এই ম্যাচ দিয়েই শুরু হচ্ছে রামোসের নতুন অভিযান। যদিও ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসজির স্কোয়াডে ছিলেন তিনি। তবে সেদিন মাঠে নামার সৌভাগ্য হয়নি তার।
অবশ্য সপ্তাহ দুইয়ের বেশি হয় চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছিলেন রামোস। অপেক্ষা করছিলেন মাঠে নামার। একই সঙ্গে ভক্তরা অপেক্ষা করছিলেন লিওনেল মেসির সঙ্গে তার জুটি দেখার অপেক্ষায়। শেষ পর্যন্ত মাঠে দেখা গেল এক সময়ের দুই চিরশত্রুকে।
অথচ মাসে খানেক আগেও বিরাট ধাক্কার মতো একটি সংবাদ প্রকাশ পেয়েছিল ফরাসি সংবাদমাধ্যমে। ইনজুরির ছোবল থেকে বের হয়ে না আসতে পারায় রামোসের সঙ্গে পিএসজি চুক্তি বাতিল করতে যাচ্ছে বলেই সিদ্ধান্ত নিতে চেয়েছিল দলটি। তবে মাস খানেক না যেতেই ফিটনেস ফিরে পেয়েছেন তিনি।
রিয়াল মাদ্রিদ ছেড়ে মৌসুমের শুরুতে ফ্রি ট্রান্সফারে পিএসজিতে যোগ দিয়েছিলেন রামোস। তখন থেকেই ইনজুরি যেন পিছু ছাড়ছিল না এই বর্ষীয়ান ডিফেন্ডারের। এর আগে সবশেষ গত ৫ মে মাঠে দেখা গিয়েছিল তাকে। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে চেলসির বিপক্ষে সে ম্যাচে খেলেছিলেন রিয়ালের হয়ে।
এরপর ইনজুরির কারণে মাঠের বাইরে ছিলেন তিনি। স্পেনের হয়েও একই কারণে খেলা হয়নি তার।
Comments