'আগামী মৌসুমেই বার্সেলোনা ফিরবেন মেসি'

২০ বছরেরও বেশি সময়ের বাঁধন ছিঁড়ে এবার বার্সেলোনা ছেড়ে পিএসজিতে গিয়েছেন লিওনেল মেসি। তবে ইচ্ছে করে নয়। ক্লাবের আর্থিক ঘাটতির কারণে বাধ্য হয়ে যেতে হয়েছে তাকে। তবে আগামী মৌসুমেই মেসি ফের কাতালান ক্লাবটিতে বলে বিশ্বাস করেন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার ছেলে ডিয়েগো সিনাগ্রা।
অথচ বার্সেলোনার সঙ্গে এবারও নতুন চুক্তির খুব কাছাকাছি ছিলেন মেসি। ছুটি কাটিয়ে নতুন চুক্তি করতে যাওয়া পর্যন্ত সব ঠিকঠাক। কিন্তু এরপরই যেন আকাশ ভেঙে পড়ে তার মাথায়। তাদের চুক্তি আটকে দেয় লা লিগা। তাদের বেঁধে দেওয়া আর্থিক ও কাঠামোগত নিয়মের বেড়াজালে পড়ে প্রাণ প্রিয় ক্লাব ছাড়তে হয়েছে তাকে।
আর পিএসজিতে এখন নিজের স্বাভাবিক স্বাচ্ছন্দ্যে খেলতে পারেননি মেসি। অন্তত মেসিসুলভ পারফরম্যান্স সে অর্থে দেখেনি সমর্থকরা। ফ্রান্সের বন্ধুর পরিবেশে, বিশেষ করে ঠাণ্ডায় এবং পেশী শক্তি ব্যবহারের এ লিগে মানিয়ে নেওয়াটাও কঠিন হচ্ছে তার জন্য। সবমিলিয়ে তাই দারুণ আশাবাদী সিনাগ্রা।
সম্প্রতি কাতালান গণমাধ্যমের সঙ্গে আলাপকাপে ম্যারাডোনা পুত্র বলেছেন, 'আমি নিশ্চিত মেসি একদিন বার্সেলোনায় ফিরে আসবেন। সেটা হয়তো আগামী গ্রীষ্মেই। সে (পিএসজিতে) খুশি আছে বলে মনে হয় না। অবশ্যই সে একজন দারুণ ফুটবলার। তার মতো খেলোয়াড় আপনি বিশ্বের যে কোনো জায়গায় খেলতে পারে। তবে তার আসল জায়গা ক্যাম্প ন্যু। এটা নিয়ে কোন দ্বিধা নেই।'
দুই বছরের চুক্তিতে পিএসজিতে গিয়েছেন মেসি। সঙ্গে আরও এক মৌসুমের চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে। নাড়ির বন্ধনকে প্রাধান্য দিতে মেসি সে মেয়াদ পূর্ণ করবেন না বলেই বিশ্বাস করেন সিনাগ্রা।
এদিকে মেসিকে হারিয়ে ভুগছে বার্সেলোনাও। লিগে অবস্থান ভালো নয়, ১৭ বছর পর চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে তারা। তবে গত জানুয়ারির দলবদলে বেশ কিছু খেলোয়াড়কে ভিড়িয়েছে দলটি। ফেরান তোরেস, পিয়েরে এমেরিক আউবামেয়াং, আদামা ত্রাওরেদের সঙ্গে পুরনো অভিজ্ঞ সেনানী দানি আলভেজকেও ফিরিয়েছে তারা। এ নতুন তারকারা মানিয়ে নিলে আবার বার্সেলোনা ভালো অবস্থানে ফিরবে বলে বিশ্বাস করেন সিনাগ্রা, 'ক্লাব তাকে মিস করছে কি-না? আমার মনে হয় বার্সেলোনা ভালোভাবেই মানিয়ে নিচ্ছে।'
Comments