আরও একটি ব্যালন ডি'অর পাওয়ার যোগ্য মদ্রিচ: পেরেজ

রদ্রিগোর কাছ থেকে ফিরতি পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে নেওয়া নিখুঁত এক শট জাল খুঁজে পেল। এ যেন শিল্পীর হাতের তুলির ছোঁয়া। লুকা মদ্রিচের এমন অসাধারণ গোলে মুগ্ধ গোটা ফুটবল বিশ্ব। মুগ্ধ তার ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজও। এমনকি এ ক্রোয়েশিয়ান তারকার হাতে আরও একটি ব্যালন ডি'অর দেখছেন তিনি।
সৌদি আরবের রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রোববার রাতে কোপা দি স্পেনিয়ার ফাইনালে অ্যাতলেতিক বিলবাওকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের প্রথমার্ধে মদ্রিচের সেই অসাধারণ এক গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে স্পটকিক থেকে ব্যবধান দ্বিগুণ করে জয় নিশ্চিত করেন করিম বেনজেমা।
অথচ গত মৌসুমটা শিরোপাহীন ছিল রিয়াল মাদ্রিদ। স্বাভাবিকভাবেই চলতি মৌসুমের শুরুতে স্প্যানিশ সুপারকোপার শিরোপা জয়ের উচ্ছ্বাসটা একটু বেশিই ক্লাবটির। এ উচ্ছ্বাস গোপন করতে পারেননি ক্লাব সভাপতিও, 'এটা কোনো বড়াই করতে চাওয়া নয়, তারা প্রত্যেকে তাদের অবস্থানে বিশ্বের সেরা খেলোয়াড়। মদ্রিচ ঈর্ষণীয় ফর্মে আছে, সে আবার একটি ব্যালন ডি'অর জেতার যোগ্য।'
সুপার কোপা জয়ের দিনে অনন্য এক রেকর্ড গড়েছেন মার্সেলো। ক্লাবের হয়ে পাকো গেন্তোর সর্বোচ্চ ২৪টি ট্রফি জয়ের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। এ ব্রাজিলিয়ানের অর্জনেও দারুণ খুশি রিয়াল মাদ্রিদ সভাপতি, 'মার্সেলো একজন কিংবদন্তি। তাকে সাদর অভ্যর্থনা জানানো আবশ্যক। আমি খুব খুশি যে অনেক মাদ্রিস্তিতা এটা করেছে।'
সবমিলিয়ে দারুণ খুশি পেরেজ, 'আমরা সবসময় সবকিছু জিততে চাই। ছোট থেকেই এটা আমাদের শেখানো হয়েছে। একজন সদস্য হওয়ার পর আমি এখানে ৬০ বছর পূর্ণ করেছি, এবং এভাবেই আমাদের শেখানো হয়েছিল। সান্তিয়াগো বার্নাব্যু আমাদের জন্য যে লাইনগুলো সেট করেছিল আমি সেভাবেই কাজ করি। মৌসুমের প্রথম শিরোপা জিততে পেরে আমি খুশি।'
Comments