আরও ৪-৫ বছর খেলতে চান রোনালদো

বয়সটা ৩৭ পেরিয়ে ৩৮ চলছে। তবে এখনও দূর্বার গতিতেই পেশাদার ফুটবল খেলে চলেছেন হালের অন্যতম সেরা তারকা ক্রিস্তিয়ানো রোনালদো। এই বয়সে খেলা চালিয়ে যাওয়া একটু কঠিন হলেও এখনই থামছেন না এ পর্তুগিজ তারকা। আরও চার-পাঁচ বছর খেলতে চান তিনি।
ফিটনেসে কোনো ঘাটতি নেই রোনালদোর। তরুণদের সঙ্গে সমান তালেই খেলে যাচ্ছেন তিনি। আত্মবিশ্বাসেও টইটুম্বুর। তবে সাম্প্রতিক সময়ে ছন্দহীনতায় নানা গুঞ্জনই চলছে। তীব্র সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছে তাকে। এ মৌসুমে ২৯ ম্যাচে ১৫ গোল করলেও নতুন বছরে এখনও চেনা ছন্দে দেখা যায়নি তাকে।
তবে এখনই বুট জোড়া তুলে রাখার কোনো ইচ্ছাই নেই তা জানালেন রোনালদো। ইংলিশ সংবাদমাধ্যম ডিএজেডএনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, 'আমি জানি, খেলা ছেড়ে দেওয়া থেকে আমি আর খুব বেশি বছর দূরে নই। আশা করছি আরও চার-পাঁচ বছর চালিয়ে যেতে পারব। তবে আমি জয় পাওয়া চালিয়ে যেতে চাই।'
তার মতো উচ্চতায় আর কোনো ফুটবলার উঠতে পারেননি বলেই দাবি করেন রোনালদো, 'আমার জীবন-যাত্রাটা খুবই সুন্দর। যেখানে পেরেছি সেখানেই আমার পদচিহ্ন রেখে আসার চেষ্টা করেছি। আমার মনে হয় না আমার মতো আর কোনো খেলোয়াড় আছে, যারা এই উচ্চতায়, এই পরিসংখ্যানে পৌঁছাতে পেরেছে। এটাই আমাকে সুখ দেয়।'
তবে বাস্তবতা ঠিকই টের পাচ্ছেন এ তারকা, 'আপনাকে বুদ্ধিমান হতে হবে এবং বলতে হবে যে আপনার বয়স যখন আট, ২০ কিংবা ২৫, তখন এটা ৩৫ বছরের মতো নয়। এটি হলো পরিপক্কতা, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা বোঝার যে আপনি হয়তো কিছু জিনিস হারাবেন। তবে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে এবং সর্বোচ্চ স্তরে থাকতে সঠিক ভারসাম্যপূর্ণ অন্য কিছু বেছে নেবেন।'
চলতি মৌসুমের শুরুতে জুভেন্টাস থেকে দুই বছরের চুক্তিতে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেন রোনালদো। এর আগে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত এই ক্লাবে খেলেছেন তিনি। প্রথম দফায় এ ক্লাবটির জার্সিতে ২৯২ ম্যাচে করেছিলেন ১১৮ গোল। জিতেছিলেন ৯টি শিরোপা।
Comments