আর্জেন্টিনা ছাড়লেন সেই ৪ খেলোয়াড়

ইংলিশ প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের আদেশ অমান্য করে দেশের হয়ে খেলতে এসেছিলেন এমিলিয়ানো মার্তিনেজ, ক্রিস্টিয়ান রোমেরো, জিওভান্নি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া। কিন্তু তাতে রীতিমতো লঙ্কাকাণ্ডই ঘটে গেল। তাদেরকে নিয়ে সৃষ্ট জটিলতায় ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি ঠিকঠাকভাবে শেষ হতে পারেনি। তবে সেই চার খেলোয়াড়কে আগেভাগেই ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা। নিজ নিজ ক্লাবের হয়ে খেলার জন্য এর মধ্যেই আর্জেন্টিনা তারা।
শিডিউল জতিলতার কারণে চলতি আন্তর্জাতিক বিরতিতে তিন করে ম্যাচ খেলার কথা ল্যাতিন আমেরিকার দলগুলোর। নিজেদের প্রথম ম্যাচে ভেনেজুয়েলার বিপক্ষে জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা। আর ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি শুরু হয়েও শেষ হতে পারেনি। আগামী শুক্রবার তাদের প্রতিপক্ষ বলিভিয়া। কিন্তু সে ম্যাচে খেলা হচ্ছে না সেই চার খেলোয়াড়ের। এরমধ্যেই আর্জেন্টিনা ছেড়েছেন বলে জানিয়েছে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।
তবে অ্যাস্টন ভিলার মিলিয়ানো মার্তিনেজ ও এমিলিয়ানো বুয়েন্দিয়া দুই ম্যাচ খেলার কথা জানিয়েই আর্জেন্টিনায় এসেছিলেন। ক্লাবের হয়ে একাধিক ম্যাচ যাতে মিস না করতেই এমন সিদ্ধান্ত নেওয়া। কিন্তু টটেনহ্যাম হটস্পার্সের ক্রিস্টিয়ান রোমেরো ও জিওভান্নি লো সেলসোর এমন কোনো শর্ত ছিল না। তবে নানা বিতর্ক হওয়ায় এবং প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় চার জনকেই ছেড়ে দিয়েছে আর্জেন্টিনা।
তবে এ চার খেলোয়াড় সরাসরি ইংল্যান্ড না গিয়ে ক্রোয়েশিয়ায় যাবেন। সরাসরি ইংল্যান্ডে গেলে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে তাদের। তাতে মিস হবে কমপক্ষে দুটি ম্যাচ। তবে ক্রোয়েশিয়ায় ১০ দিনের কোয়ারেন্টিন করতে হবে তাদের। সেক্ষেত্রে তাদের মিস হবে একটি ম্যাচ। তাই এমন সিদ্ধান্ত নিয়েছেন সেই চার খেলোয়াড়।
উল্লেখ্য, গত রোববার ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের পাঁচ মিনিট যেতেই হঠাৎই তখন নিরাপত্তা বিভাগের লোকজন নিয়ে মাঠে চলে আসেন ব্রাজিলিয়ান স্বাস্থ্য অধিদপ্তরের কর্তারা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এ চার আর্জেন্টাইন খেলোয়াড়কে আটক করা শুরু হয় নাটক। তাদের দাবী, করোনাভাইরাসের ব্রাজিলিয়ান নিয়ম অমান্য করেছেন তারা। শেষ পর্যন্ত ম্যাচ হয় স্থগিত। মাঠ ছাড়েন আর্জেন্টাইন খেলোয়াড়রা।
Comments