আসছে গ্রীষ্মেই রিয়ালের হয়ে যাচ্ছেন এমবাপে!

ছবি: টুইটার

কিলিয়ান এমবাপের রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার গুঞ্জন অনেক পুরনো। এমবাপে রিয়ালে যেতে চান, রিয়ালও তাকে পেতে মরিয়া। দুই পক্ষ রাজী থাকলেও বাধা ছিল এমবাপের বর্তমান ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও তাদের চুক্তি। জার্মান সংবাদ মাধ্যম বিল্ড জানিয়েছে, সেই বাধা কাটিয়ে সমঝোতা হয়ে গেছে রিয়াল ও এমবাপের। আসছে গ্রীষ্ম মৌসুমেই ফ্রি ট্রান্সফারে স্প্যানিশ জায়ান্ট ক্লাবে যোগ দিতে যাচ্ছেন তিনি।

পিএসজির সঙ্গে এমবাপের চুক্তির বাকি আছে আর ছয় মাস। ক্লাবটির সঙ্গে তিনি নতুন কোন চুক্তিতে যাচ্ছেন বলে খবর নেই। চুক্তির নিয়ম অনুযায়ী ১ জানুয়ারি থেকেই অন্য কোন ক্লাবের সঙ্গে সেরে ফেলতে পারেন এমবাপে। সোমবার শীতকালীন দলবদলের শেষ দিনে এমন কোন খবর চূড়ান্ত রূপ পায়নি।

তবে বিল্ডের দাবি, ফ্রি এজেন্ট হিসেবে আগামী গ্রীষ্মেই রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারে রাজী হয়েছেন এমবাপে। বিল্ডের দেওয়া তথ্য অনুযায়ী রিয়ালে এমবাপের পারিশ্রমিকও ঠিক হয়ে গেছে। ২৩ বছর বয়েসী এই ফরাসী ফুটবলার প্রতি মৌসুমে পাবেন ৫ কোটি ইউরো।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানায়, দুই পক্ষের সমঝোতা চুক্তি হয়ে গেলেও তা এখন আনুষ্ঠানিক রূপ পাবে না। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় রিয়াল মাদ্রিদ ও পিএসজির মধ্যকার লড়াইয়ের পরই তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ হবে।

বিল্ড আরও জানায়, এমবাপে রিয়ালের সঙ্গে সমঝোতায় পৌঁছে গেলেও তাকে ধরে রাখতে সব রকম চেষ্টা চালাবে পিএসজি।

এমবাপেকে দলে পেতে গত বছরও জোর চেষ্টা চালিয়ে বিফল হয় রিয়াল। গেল গ্রীষ্মে দলবদলের শেষ দিন পর্যন্ত চেষ্টা চালায় রিয়াল। প্রথমে ১৬, পরে ১৮ এবং সেটা বাড়িয়ে ২০ কোটি ইউরো পর্যন্ত উঠেছিল স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু পিএসজি তাতেও রাজী হয়নি। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এমবাপেকে পছন্দ করেন। ক্রিস্টিয়ানো রোনালদো চলে যাওয়ার পর আরেকজন বড় তারকার ঘাটতি পূরণ করতে এমবাপেকে পাওয়ার তীব্র আশা নিয়ে এখনো নাকি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। শেষ পর্যন্ত তার উদ্যোগ সফল হয় কিনা দেখার অপেক্ষা।

এদিকে শীতকালীন দলবদলের শেষ দিনে পিয়েরে এমরিক অবামায়েং আর্সেনাল থেকে ধারে বার্সেলোনায় যোগ দিয়েছেন। ম্যানচেস্টার সিটি রিভার প্লেট থেকে আর্জেন্টাইন জুলিয়ান আলভারেজকে দলে নিয়েছে। জুভেন্টাসের মিডফিল্ডার অ্যারন রামসি ধারে রেঞ্জার্সে চলে যাচ্ছেন।

Comments

The Daily Star  | English

Dhaka College, City College students clash at Science Lab; traffic halted

A clash broke out between the students of Dhaka College and City College in the capital's Science Laboratory area today

19m ago