ইংলিশ প্রিমিয়ার লিগে তীব্র গতিতে ফের করোনার হানা

English Premier League

করোনাভাইরাস মহামারি যেন শেষ হয়েও শেষ হচ্ছে না। গতি কমে অনেকটা স্বাভাবিক পরিস্থিতি তৈরি হওয়ার পর ফের হানা দিচ্ছে এই ভাইরাস। ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে অপ্রত্যাশিত গতিতে বেড়েছে কোভিড পজিটিভের সংখ্যা। মঙ্গলবার রাতে করোনা আতঙ্কেই বাতিল হয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড- ব্রেন্টফোর্ড ও টটেনহ্যাম-ব্রাইটন  ম্যাচ।

ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) কর্তৃপক্ষ জানিয়েছে গত এক সপ্তাহে ৪২ জন ফুটবলারের শরীরে পাওয়া গেছে এই ভাইরাস। গত জানুয়ারিতে ৪০ জন আক্রান্তের রেকর্ডও ছাপিয়ে গেছে তা।

শনিবার নরউইচ সিটির বিপক্ষে ম্যাচের আগে ইউনাইটেড ফুটবলারদের কোভিড-১৯ পরীক্ষায় কোন আক্রান্ত মেনেনি। কিন্তু রোববার অনুশীলনের আগে দ্বিতীয় দফায় পরীক্ষায় বেশ কয়েকজনের সংক্রমণের খবর পাওয়া যায়। ওল্ড টার্ফ্রোডে তাই বাধ্য হয়ে বাতিল করতে হয় ইউনাইটেডের সঙ্গে ব্রেন্টফোর্ডের ম্যাচ।

ব্রাইটন, টটেনহ্যাম, লেস্টার সিটি, অ্যাস্টন ভিলা ও নরউইচ সিটি ক্লাবের ফুটবলাররা আছেন আক্রান্তের তালিকায়। তবে সঙ্গত কারণেই আক্রান্ত ফুটবলারদের নাম প্রকাশ করা হয়নি। কোভিড-১৯ পজিটিভ আসা ফুটবলারদের আইসোলশেনে নিয়ে স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, বাতিল হওয়া ম্যাচগুলোর সময়সূচি পরে জানানো হবে।

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের কারণেই এত দ্রুত সংক্রমণের ঘটনা দেখা যাচ্ছে বলে স্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন। করোনার ধকল কাটিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছিল যুক্তরাজ্য। গ্যালারিতে দর্শকদের প্রবেশেও কোন বিধি নিষেধ ছিল না। তবে ওমিক্রনের থাবার পর সর্বোচ্চ ১০ হাজার দর্শক গ্যালারিতে রাখার পরিকল্পনা করা হয়েছে। গ্যালারিতে আসতে হলে সবাইকেই দেখাতে হবে ভ্যাকসিন সনদ।

Comments