ইংলিশ প্রিমিয়ার লিগে সালাহর সেঞ্চুরি

আর একটি গোল পেলেই সেঞ্চুরি। এ সমীকরণ সামনে রেখেই মাঠে নেমেছিলেন মোহামেদ সালাহ। হতাশ করেননি তিনি। ২০ মিনিট যেতেই এ মাইলফলক পেরিয়েছেন এ মিশরীয় তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের ৩০তম খেলোয়াড় হিসেবে শতগোলের এ অনন্য কীর্তি গড়লেন তিনি।

এলান্ড রোডে রোববার রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল সালাহর দল লিভারপুল। ম্যাচে ৩-০ গোলের দারুণ জয় পেয়েছে দলটি। দলের হয়ে প্রথম গোলটি করেই মাইলফলকে পা দেন সালাহ। ১৬২তম ম্যাচে এসে এ কীর্তি গড়েন তিনি। প্রিমিয়ার লিগে শতগোল পাওয়া পঞ্চম দ্রুততম খেলোয়াড় এখন এ লিভারপুল ফরোয়ার্ড।

সবমিলিয়ে প্রিমিয়ার লিগে শতগোল করতে পেরেছেন ৩০জন খেলোয়াড়। সবচেয়ে দ্রুত ১০০ গোল পাওয়ার রেকর্ডটা অ্যালান শিয়েরারের। ১২৪ ম্যাচ খেলে এ রেকর্ড গড়েন তিনি। টটেনহ্যাম হটস্পার্সের হ্যারি কেইন ও সাবেক ম্যানচেস্টার সিটি তারকা সের্জিও আগুয়েরো দুই জনই ১৪৭টি করে এবং সাবেক আর্সেনাল তারকা থিয়েরি অঁরি ১৬০ ম্যাচ খেলে এ কীর্তি গড়েন।

তবে ১০০ গোলের সবগুলো লিভারপুলের হয়ে করেননি সালাহ। ২টি গোল করেছেন চেলসির হয়ে। ২০১৩-১৪ হতে ২০১৪-১৫ পর্যন্ত ব্লুজদের হয়ে খেলেছিলেন এ ফরোয়ার্ড। তখন অবশ্য সুবিধা করে উঠতে পারেননি। দুই বছরে ১৩ ম্যাচ খেলে এ দুই গোল করেছিলেন তিনি। এরপর ফিওরেন্টিনা-রোমা ঘুরে যোগ দেন লিভারপুলে।

প্রিমিয়ার লিগে না হলেও সবমিলিয়ে লিভারপুলের হয়ে গোলের সেঞ্চুরি অনেক আগেই পেয়েছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলে অলরেডদের হয়ে ২০৭ ম্যাচে এটা তার ১২৮ নম্বর গোল।

এদিন ম্যাচের ২০তম মিনিটে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডের বাড়ানো বল থেকে গোল মুখে আলতো টোকা দিয়ে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে দেন সালাহ। ৫০তম মিনিটে ফ্যাবিনহোর গোলে ব্যবধান দ্বিগুণ হয় দলটির। ম্যাচের যোগ করা সময়ে তৃতীয় গোলটি করেন অসংখ্য সুযোগ হাতছাড়া করা সাদিও মানে।

Comments

The Daily Star  | English

Hasnat calls for mass rally after Juma prayers demanding AL ban

The announcement came during an ongoing protest programme that began last night in front of Jamuna.

2h ago