'ইউনাইটেডের চেয়ে ৬ বছর এগিয়ে আছে লিভারপুল'

প্রথম লেগে তো নিজেদের মাঠে ৫-০ গোলে হেরে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার অ্যানফিল্ডে গিয়ে চার গোল হজম করে তারা। দুই লেগ মিলিয়ে নয় গোলের জয় লিভারপুলের। চিরপ্রতিদ্বন্দ্বীদের রীতিমতো অপদস্থ করে ছেড়েছে তারা। স্বয়ং ইউনাইটেড কোচ রালফ রাংনিকও মানছেন এ হার অপমানজনক। পাশাপাশি অলরেডরা তাদের চেয়ে 'ছয় বছর' এগিয়ে আছেন বলেও মানছেন এ কোচ।

প্রথম লেগে তো নিজেদের মাঠে ৫-০ গোলে হেরে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এবার অ্যানফিল্ডে গিয়ে চার গোল হজম করে তারা। দুই লেগ মিলিয়ে নয় গোলের জয় লিভারপুলের। চিরপ্রতিদ্বন্দ্বীদের রীতিমতো অপদস্থ করে ছেড়েছে তারা। স্বয়ং ইউনাইটেড কোচ রালফ রাংনিকও মানছেন এ হার অপমানজনক। পাশাপাশি অলরেডরা তাদের চেয়ে 'ছয় বছর' এগিয়ে আছেন বলেও মানছেন এ কোচ।

অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগে ম্যাচে লিভারপুলের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। প্রথম লেগের ম্যাচে এ মিশরীয় তারকা করেছিলেন হ্যাটট্রিক। এছাড়া একটি করে গোল পেয়েছেন আক্রমণভাগের অপর দুই সৈনিক লুইস দিয়াস ও সাদিও মানে।

এ জয়ে ইউনাইটেডের নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে পেছনে ফেলে শীর্ষে উঠে আসে লিভারপুল। অন্যদিকে ইউনাইটেড নেমে গেছে আরও এক ধাপ নিচে। ৩৩ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে নেমে গেল তারা। সমান ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে থাকা আর্সেনাল দুটি ম্যাচ কম খেলেছে। ৩২ ম্যাচে শীর্ষে ওঠা লিভারপুলের পয়েন্ট ৭৬। ৩১ ম্যাচে সিটির সংগ্রহ ৭৪ পয়েন্ট। ৩০ ম্যাচে ৬২ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ৩২ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহ্যাম। তাই সেরা চারে থেকে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করা বেশ কঠিনই রেড ডেভিলদের জন্য।

সবমিলিয়ে বিধ্বস্ত দল নিয়ে হতাশ কোচ রাংনিক। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 'এটা বিব্রতকর, এটা হতাশাজনক, এমনকি অপমানজনকও। আমাদের মেনে নিতে হবে তারা এখন আমাদের থেকে ছয় বছর এগিয়ে আছে। যখন জার্গেন ক্লপ আসে তখন তিনি ক্লাবে পরিবর্তন আনতে শুরু করেন এবং শুধু দলকে নয়, ক্লাব এবং শহরকে একটি নতুন স্তরে নিয়ে যান। পরবর্তী ট্রান্সফার উইন্ডোতে আমাদেরও এটা করতে হবে।'

আগামী মৌসুমে তাই বড় পরিবর্তনের আভাস দিলেন এ জার্মান কোচ, 'নিশ্চিতভাবেই দলকে পুনর্গঠন করতে হবে, প্রথম তিন বা চার সপ্তাহে এটাই স্পষ্টভাবে আমাকে করতে হবে। একজন কোচিং স্টাফ হিসেবে এখানে বসে এভাবে প্রেস কনফারেন্স করা আমাদের জন্য অত্যন্ত বিব্রতকর। আমাদের শুধু স্বীকার করে নিতে হবে তারা আমাদের চেয়ে ভালো।'

Comments

The Daily Star  | English

Mob beating at DU: Six students confess involvement

Six students of Dhaka University, who were arrested in connection with killing of 35-year-old Tofazzal Hossain inside their hall on Wednesday, confessed to their involvement in the crime before a magistrate

1h ago