ইউনাইটেডের জয়ে রোনালদোর গোল

শেষ তিন ম্যাচে জয়হীন। ফলে শেষ চারে থাকাও বড় শঙ্কায়। নাটকীয় কিছু না হলে সে সম্ভাবনা নেই বললেই চলে। যদিও কাগজে কলমে এখনও টিকে আছে আশা। আর সে আশা জিইয়ে রাখতে হলে ব্রেন্টফোর্ডকে হারাতেই হতো ম্যানচেস্টার ইউনাইটেডকে। ক্রিস্তিয়ানো রোনালদো, ব্রুনো ফের্নান্দেজদের নৈপুণ্যে নিজেদের কাজটা দারুণভাবেই করেছে দলটি।

সোমবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগের ম‍্যাচে ব্রেন্টফোর্ডকে ৩-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে ফার্নান্দেজের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান রোনালদো ও রাফায়েল ভারানে।

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিতে কাগজে কলমের হিসেবটা বেশ জটিল হয়ে গেছে তাদের। শেষ দুটি ম্যাচতো জিততেই হবে। অন্যদিকে আর্সেনাল ও টটেনহ্যাম হটস্পার্সের সব ম্যাচে হার কামনা করতে হবে তাদের। যা বাস্তবিকপক্ষে প্রায় অসম্ভব। কারণ নিজেদের শেষ চার ম্যাচ থেকে একটি জয় পেলেই শেষ হয়ে যাবে ইউনাইটেডের আশা। এমনকি একটি ড্র করলেও কাজটা ভীষণ রকমের কঠিন।

এমন সমীকরণে এদিন মাঝমাঠের দখল রেখেই খেলতে থাকে ইউনাইটেড। ৬৪ শতাংশ সময় বল দখলে ছিল তাদেরই। তবে সে তুলনায় শট নিতে পারেনি তারা। মোট ৯টি শটের ৫টি ছিল লক্ষ্যে। অন্যদিকে ১২টি শট নেয় ব্রেন্টফোর্ড। যার মধ্যে লক্ষ্যে ছিল ৪টি।

ম্যাচের নবম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। মাঝমাঠ থেকে বল পেয়ে এগিয়ে গিয়ে দারুণ এক কাটব্যাকে ফার্নান্দেজকে পাস দেন অ্যান্থনি অ্যালেঙ্গা। ফাঁকায় বল পেয়ে বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি এ পর্তুগিজ মিডফিল্ডারের।

৬১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দলটি। সফল স্পট কিকে লক্ষ্যভেদ করেন রোনালদো। ডি-বক্সে তাকে রিকো হেনরি ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ১১ মিনিট পর ব্যবধান আরও বাড়ান ভারানে। কর্নার থেকে সৃষ্ট জটলায় বল পেয়ে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি ডিফেন্ডার।

তবে ম্যাচে গোল করার আরও সুযোগ ছিল ইউনাইটেডের। চতুর্থ মিনিটে নিয়ন্ত্রণ রাখতে পারলে গোল পেতে পারতেন রোনালদো। ৩২তম মিনিটে হুয়ান মাতার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৪৩তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন রোনালদো। কিন্তু অফসাইডে থাকায় গোল মিলেনি। দ্বিতীয়ার্ধের শুরুতেও সুযোগ ছিল ফার্নান্দেজের।

অন্যদিকে সুযোগ ছিল সফরকারীদেরও। দ্বিতীয় মিনিটে ফাঁকায় বল পেয়ে শটই নিতে পারেননি ব্রায়ান এমবিউমো। ২২তম মিনিটে ইভান টনির হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। শেষ দিকেও বেশ কিছু সুযোগ ছিল তাদের। কিন্তু কাজে লাগাতে পারেনি দলটি।

৩৬ ম‍্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে ইউনাইটেড। তাদের চেয়ে এগিয়ে থাকা পাঁচ দলই খেলেছে ৩৪টি করে ম‍্যাচ। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে ম‍্যানচেস্টার সিটি। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। তিনে থাকা চেলসির পয়েন্ট ৬৬। ৬৩ পয়েন্ট নিয়ে চারে আর্সেনাল। টটেনহ্যামের সংগ্রহ ৬১ পয়েন্ট।

Comments

The Daily Star  | English

Supernumerary promotion: Civil bureaucracy burdened with top-tier posts

The civil administration appears to be weighed down by excessive appointments of top-tier officials beyond sanctioned posts, a contentious practice known as supernumerary promotion.

8h ago