ইউনাইটেডের প্রতি আমার ভালোবাসা অনিঃশেষ: রোনালদো

ছবি: রয়টার্স

জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেড সমঝোতায় পৌঁছেছিল আগেই। বাকি ছিল অন্যান্য আনুষ্ঠানিকতার। সেসব শেষে এসেছে চূড়ান্ত ঘোষণা। ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে দুই বছরের চুক্তি করেছে ইংলিশ ক্লাব ইউনাইটেড। যে ক্লাবের হয়ে তারকাখ্যাতির চূড়ায় আরোহণের স্বাদ পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা, এক যুগ পর সেখানে ফিরতে পেরে আবেগে ভাসছেন তিনি।

মঙ্গলবার গ্রীষ্মকালীন দলবদলের শেষদিনে রোনালদোর সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ইউনাইটেড। চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর শর্তও রাখা হয়েছে।

২০০৯ সালে স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার আগে ওল্ড ট্র্যাফোর্ডে দ্যুতি ছড়ান রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯২ ম্যাচে তিনি করেছিলেন ১১৮ গোল। সেসময় ইউনাইটেডের কোচ ছিলেন স্যার অ্যালেক্স ফার্গুসন। তিনি রোনালদোর এবারের দলবদলে রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে ফার্গুসনকে কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি ইউনাইটেডের জার্সিতে ফের ইতিহাস গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফরোয়ার্ড।

'যারা আমাকে জানে, তারা সবাই জানে যে, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি আমার ভালোবাসা অনিঃশেষ। আমি এই ক্লাবে যে বছরগুলো কাটিয়েছিলাম, সেগুলো ছিল খুবই অসাধারণ এবং যে পথ আমরা একসঙ্গে পাড়ি দিয়েছিলাম, তা এই মহান ও চমৎকার প্রতিষ্ঠানের ইতিহাসে সোনালী অক্ষরে লেখা রয়েছে।

আমার ওল্ড ট্র্যাফোর্ডে প্রত্যাবর্তন বিশ্বব্যাপী ঘোষিত হতে দেখে এই মুহূর্তে আমার অনুভূতি কেমন তা ব্যাখ্যা করা শুরুও করতে পারছি না। ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে খেলতে যাওয়ার এতদিন পর ফিরে আসাটা স্বপ্ন পূরণের মতো। তাছাড়া, প্রতিপক্ষ হিসেবেও সবসময় গ্যালারির (ইউনাইটেড) সমর্থকদের কাছ থেকে ভালোবাসা এবং শ্রদ্ধা অনুভব করেছি। এটা নিঃসন্দেহে শতভাগ স্বপ্ন দিয়ে তৈরি।

আমার প্রথম ঘরোয়া লিগ, প্রথম কাপ, পর্তুগিজ জাতীয় দলে প্রথম ডাক পাওয়া, প্রথম চ্যাম্পিয়ন্স লিগ, প্রথম গোল্ডেন বুট এবং প্রথম ব্যালন ডি'অর- এই সবকিছুর জন্ম হয়েছে রেড ডেভিলস ও আমার মধ্যকার বিশেষ বন্ধনের মধ্য দিয়ে। অতীতে ইতিহাস লেখা হয়েছে এবং আবারও ইতিহাস লেখা হবে। আপনাদেরকে আমি কথা দিচ্ছি।

আমি ঠিক এখানেই!

আমি ফিরে এসেছি আমার ঠিকানায়!

চলো, আবারও ঘটিয়ে দেখানো যাক!

পুনশ্চ: স্যার অ্যালেক্স, এটা আপনার জন্য...'

Comments

The Daily Star  | English

Manifesto for a new Bangladesh on Aug 3

National Citizen Party Convener Nahid Islam yesterday said they will declare the manifesto for a new Bangladesh on August 3 at Central Shaheed Minar.

3h ago