ইউরোপায় বার্সেলোনার স্কোয়াডে নেই দানি আলভেজ

৩৮ বছর বয়সে বার্সেলোনায় দ্বিতীয় অভিষেক হয় দানি আলভেজের। ক্লাবে শুরুটাও দারুণ হয় তার। কিন্তু ইউরোপীয় প্রতিযোগিতা উয়েফা ইউরোপা লিগের নকআউট রাউন্ডের পর্বের জন্য বার্সেলোনার স্কোয়াডে জায়গা হলো না তার। নিয়মের জটিলতার কারণে বাদ পড়তে হয়েছে এ ব্রাজিলিয়ানকে।
ইউরোপা লিগের নিয়ম অনুযায়ী, শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে যতজন খেলোয়াড়ই দলে টানুক না একটা ক্লাব, টুর্নামেন্টের জন্য নতুন তিনজনের বেশি খেলোয়াড়কে নিবন্ধন করাতে পারবে না তারা। সে কারণেই স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে আলভেজকে।
এবারের শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে বেশ ব্যস্ত সময়ই কেটেছে বার্সেলোনার। আলভেজের সঙ্গে অবশ্য মৌখিক চুক্তিটা আগেই করে রাখলেও স্বাক্ষর করাতে হয় এই জানুয়ারিতেই। এছাড়া এ সময়ে ফেরান তোরেন ও আদামা ট্রাওরেকে দলভুক্ত করে তারা। আর ডেডলাইন ডেতে ফ্রি ট্রান্সফারে পায় পিয়েরে-এমেরিক আউবামেয়াংকে।
মৌসুমের শুরুতে চ্যাম্পিয়নস লিগের জন্য খেলোয়াড় তালিকা জমা দিয়েছিল বার্সা। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়লেও ইউরোপা লিগের জন্য ওই একই খেলোয়াড় তালিকা ব্যবহৃত হয়। তবে নতুন করে তিন জন খেলোয়াড় যোগ করার সুযোগ থাকে।
আলভেজের বাদ পড়ার পেছনে আরও কিছু কারণ রয়েছে। ব্লাউগ্রানাদের স্কোয়াডে রাইট-ব্যাক হিসেবে আছেন সের্জিনো ডেস্ট ও সের্জি রোবার্তো। এছাড়া অস্কার মিনগুয়েজা ও রোনালদ আরাহো কাজ চালাতে পারে। নতুন সাইনিং ত্রাউরেও উইং ব্যাক হিসেবে খেলতে পারবেন। পাশাপাশি বয়সটাও কম হলো না আলভেজের। ৩৮ বছর পেরিয়েছে।
ইউরোপা লিগের স্কোয়াডে এবার আটজন বার্সেলোনা বি দলের খেলোয়াড় নিবন্ধন করেছে ক্লাবটি। ইলিয়াস আখোমাচ, অ্যাস্ত্রালাগা বালদে, আরনাউ কোমাস, জান্দ্রো, গাভি, আলভারো সাঞ্জ এবং আরনাউ তেনাসকে রেখেছে তারা।
ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডে আগামী ১৭ এবং ২৪ ফেব্রুয়ারি সিরিআর দল নাপোলির মুখোমুখি হবে বার্সেলোনা।
Comments