ইউরোপা লিগে বার্সেলোনার প্রতিপক্ষ নাপোলি

সময়টা মোটেও ভালো যাচ্ছে না বার্সেলোনা। চ্যাম্পিয়ন্স লিগে এবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে তারা। ১৭ বছর পর ফের ইউরোপা লিগে খেলতে হচ্ছে তাদের। কিন্তু সেখানেও স্বস্তিতে নেই দলটি। শুরুতেই কঠিন প্রতিপক্ষের সামনে পড়েছে কাতালানরা। 

কাগজে কলমে সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে নাপোলিই ছিল সবচেয়ে শক্তিশালী। এ ইতালিয়ান ক্লাবটিকে এড়াতে চেয়েছিল বার্সেলোনা। কিন্তু ভাগ্য সঙ্গ দেয়নি। সেই দলটির বিপক্ষেই ইউরোপা লিগের দ্বিতীয় রাউন্ডে লড়তে হবে বার্সেলোনাকে। তাই শুরুতেই বাদ পড়ার শঙ্কায় কাতালানরা।

সুইজারল্যান্ডের নিয়নে সোমবার অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের ড্র। সেখানেই নির্ধারিত হয় দ্বিতীয় রাউন্ডের ১৬টি দলের ভাগ্য। সেখানে বেশ শক্ত প্রতিপক্ষ পেল বার্সেলোনা।

স্কটিশ ক্লাব র‍্যাঞ্জার্সকে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগে চমক দেখানো শেরিফ তিরাসপোলের প্রতিপক্ষ ব্রাগা। কঠিন প্রতিপক্ষ পেয়েছে পর্তুগিজ ক্লাব পোর্তো। তাদের লড়তে হবে ইতালিয়ান ক্লাব লাৎসিওর বিপক্ষে।

ইউরোপা লিগের সবচেয়ে সফল দল সেভিয়ার প্রতিপক্ষ ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেব। ইতালিয়ান ক্লাব আতালান্তা লড়বে গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসের বিপক্ষে। আরবি লাইপজিগের প্রতিপক্ষ আরেক স্প্যানিশ ক্লাব রিয়াল সোসিয়েদাদ। জেনিট সেইন্ট পিটার্সবুর্গের প্রতিপক্ষ স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিস।

Comments

The Daily Star  | English

Macroeconomic challenges to persist in Jul-Dec: BB

BB highlights inflation, NPLs, and tariff shocks as key concerns

3h ago