ইউরোর ফাইনালে হারের পর ইংল্যান্ডকে নিউজিল্যান্ড ক্রিকেটারদের খোঁচা

ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইতালির কাছে টাইব্রেকারে ৩-২ গোলে হারের ক্ষত পোড়াচ্ছে ইংল্যান্ডকে। এই ক্ষতের মধ্যেই গত ক্রিকেট বিশ্বকাপের ফাইনালের প্রসঙ্গ টেনে ইংল্যান্ডকে খোঁচা দিলেন দুই কিউই ক্রিকেটার।
রোববার রাতে লন্ডনের ওয়েম্বলিতে টানটান উত্তেজনার ম্যাচ নির্ধারিত সময় থাকে ১-১ সমতায়। এরপর অতিরিক্ত সময়েও বদলায়নি চিত্র। পরে টাইব্রেকারে ইংল্যান্ড তিনটি শট মিস করলে বিজয় উৎসবে মাতে ইতালি।
দুই বছর আগে এই জুলাই মাসেই নিউজিল্যান্ডকে বেদনায় পুড়িয়ে লন্ডনেরই আরেক ভেন্যু লর্ডসে বিজয় উৎসব করেছিল ইংল্যান্ড। আগে ব্যাট করে ২৪২ রান করেছিল নিউজিল্যান্ড, ইংল্যান্ডও থামে ২৪২ রানেই। ম্যাচ সুপার ওভারে গেলে ইংল্যান্ড করে ১৫ রান, নিউজিল্যান্ডও তুলে ১৫ রানই। টাই হয় সুপার ওভারও। তবে তখনকার আইসিসি নিয়ম অনুযায়ী বেশি বাউন্ডারি মারার সুবাদে চ্যাম্পিয়ন হয়ে যায় ইংল্যান্ড।
I don't understand.... England had more corners .... they are the champions! #Stillsalty
— Scott Styris (@scottbstyris) July 11, 2021
ইংল্যান্ডের ইউরো ফাইনাল হারের পর সেদিকে ইঙ্গিত করে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার স্কট স্টাইরিস টুইটারে দিলেন খোঁচা, ‘আমি বুঝলাম না...ইংল্যান্ড তো বেশি কর্নার পেয়েছে...তারাই তো চ্যাম্পিয়ন!’
অলরাউন্ডার জিমি নিশানও ছাড়লেন না সুযোগ। তিনিও টুইট দিয়ে ইংলিশদের জানিয়ে দিলেন নিজেদের হাহাকার কথা, ‘পেনাল্টি শ্যুটআউটের দরকার কি যে দল বেশি পাস দিয়েছে তাদের জেতালেই তো হয়?’
বিশ্বকাপ ফাইনালের ওই ঘটনার পর সমালোচনার মুখে পরে নিয়ম বদলেছে আইসিসি। এখন সুপার ওভারও টাই হলে আরেকটি সুপার ওভারের নিয়ম রাখা হয়েছে।
Comments