ইতালিকে এগিয়ে রাখছেন মরিনহো

jose mourinho

দুই দলই বিশ্বের ফুটবল পরাশক্তি। নামেভারে কাউকেই পিছিয়ে রাখার সুযোগ নেই। তবে সাম্প্রতিক ফর্ম বিচারে স্পেনের থেকে ইতালিকে ঢের এগিয়ে রাখছেন এএস রোমার পর্তুগিজ কোচ জোসে মরিনহো।

এবারের ইউরোতে অনিন্দ্য সুন্দর ফুটবল উপহার দিয়ে ইতালি ছুটতে দুরন্ত গতিতে। অন্যদিকে দারুণ সব ফুটবল নিয়ে খেলা স্পেন শুরুতে ধুঁকলেও ঠিকই পরে ঘুরে দাঁড়িয়ে জায়গা করে নিয়েছে সেমি-ফাইনালে।

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১টায় লন্ডনে ইউরো কাপের ফাইনালে উঠার লড়াইয়ে নামবে দুদল। তবে হাইভোল্টেজ এই ম্যাচে রবার্তো মানচিনির দলকেই এগিয়ে রাখছেন বিশ্বের অন্যতম সেরা ফুটবল কোচদের একজন মরিনহো একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে বলেন,   ‘ইতালি একাবারে ফাইনালেই চলে গেছ এমনটা বলছি না। কারণ ফুটবলে এমনটা বলা যায় না। আমি ফুটবল খেলা আর স্পেন দলকে সম্মান করি। তবে আমার মনে হয় না ইতালির মতো যথেষ্ট শক্তি স্পেনের আছে। ওদের প্রতিভা আছে, একটা ধরণে খেলে। তবে বর্তমান ইতালি দলটি অনেক শক্তিশালী।’

সেমিতে আশার পথে নক আউট পর্বে কঠিন বাধা পেরুতে হয় স্পেনকে। দ্বিতীয় রাউন্ডে রোমাঞ্চকর লড়াইয়ে তারা ক্রোয়েশিয়াকে হারায় ৫-৩ গোলে। সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ১-১ ড্র হওয়ার পর টাইব্রেকারে জেতে ৩-১ গোলে। দুদিনই একটা সময় খেলার নিয়ন্ত্রণ হারিয়ে হারতে বসেছিল তারা।

অন্য দিকে ইতালিও জিতেছে কঠিন লড়াই। শেষ ষোলোর ম্যাচে অস্ট্রেলিয়াকে অতিরিক্ত সময়ের খেলায় ২-১ গোলে হারায় তারা। তবে কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের বিপক্ষে দেখিয়েছেন নিজেদের সেরা খেলা। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে বেলজিয়ামকে কোণঠাসা করে দেয় আজ্জুরিরা। ২-১ গোলে জেতা ম্যাচের স্কোরলাইন বুঝাতে পারছে না ইতালির দাপট। এদিন সৃষ্টিশীল ফুটবলের পসরা সাজিয়ে অনেকের মন কেড়ে নেয় মানচিনির দল।

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposes that the current parliament act as the constitutional authority and amend the 1972 Constitution until a new one is enacted

7m ago