ইতিহাস গড়ে ইউরোর সেরা ইতালির গোলরক্ষক দোন্নারুমা

সেমি-ফাইনালে স্পেনের বিপক্ষে টাইব্রেকারে মোরাতার শট ফিরিয়ে দলকে ফাইনালে তুলেছিলেন জিয়ানলুইজি দোন্নারুমা। ইতালির এই গোলরক্ষক ফাইনালেও নায়ক। এবার তিনি ঠেকিয়ে দেন ইংল্যান্ডের জ্যাডন সাঞ্চো আর বুকায়ো সাকার শট। এমন সাফল্যে তার হাতে উঠেছি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার। ইউরোর ইতিহাসে প্রথমবার কোন গোলরক্ষক পেলেন এই পুরস্কার।
সেমি-ফাইনাল আর ফাইনালের বিশাল মঞ্চে পারফর্ম করা ছাড়াও পুরো আসরে তিন ম্যাচ ক্লিন শিট রাখতে পেরেছিলেন তিনি। বাঁচিয়েছেন মোট ৯ গোল। আর তাতেই এসি মিলান কিপার পেলেন সেরার স্বীকৃতি।
এই পুরস্কার পাওয়ার সঙ্গে দোন্নারুমা বসেছেন জার্মানির ম্যাথিয়াস স্যামার, ফ্রান্সের জিনেদিন জিদান ও আতোয়ান গ্রিজমান, গ্রিসের থিওদোরোস জাকোরাকিস, স্পেনের জাভি ও আন্দ্রেস ইনিয়েস্তার পাশে।
রোববার রাতে লন্ডনের ওয়েম্বলিতে ইউরোর ফাইনাল শুরুতেই গোল করে এগিয়ে গিয়েছিল ইংল্যান্ড। বিরতির পর সমতায় ফেরে ইতালি। নির্ধারিত সময়ে ১-১ থাকার পর অতিরিক্ত সময়েও ফল কেউ নিজেদের দিকে নিতে পারেনি। খেলা যায় টাইব্রেকারে। সেখানে ইংল্যান্ডের গোলরক্ষক পিকফোর্ড দুটি শট আটকালেও লাভ হয়নি। ইংল্যান্ডের হয়ে পেনাল্টি থেকে গোল করতে পারেননি মার্কাশ রাশফোর্ড। তার শট লাগে সাইড বারে। সাঞ্চোর শট ঠেকিয়ে দেওয়ার পর সাকার শেষ শটও ঠেকিয়ে উল্লাসে মাতে দোন্নারুমার ইতালি।
Comments