সাকা, রাশফোর্ড, সাঞ্চোদের নিয়ে বর্ণবাদী ট্রল

Marcus Rashford, Jadon Sancho and Bukayo Saka
পেনাল্টি মিস করে হতাশায় ভেঙ্গে পড়েন রাশফোর্ড, সাঞ্চো, আর সাকা

ইংল্যান্ডের হয়ে টাইব্রেকারে গোল করতে ব্যর্থ হন মার্কাস রাশফোর্ড, জ্যাডোন সাঞ্চো আর বুকায়ো সাকা। তিনজনের কেউই শ্বেতাঙ্গ নন। আর এই প্রেক্ষিতেই তাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় করা হচ্ছে বর্ণবাদী ট্রল। বিষয়টি অবগত হয়ে চরম ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইংল্যান্ড ফুটবল ফেডারেশন, তদন্ত শুরু করেছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ। 

পেনাল্টি নিতেই মাঠে নামানো হয়েছিল রাশফোর্ড আর সাঞ্চোকে। তার শট দুর্ভাগ্যজনকভাবে পোস্টে লাগে। ইতালি গোলরক্ষক দোন্নারুমা ঠেকিয়ে দেন সাঞ্চোর শট। শেষ শটে গোল হলে সমতায় থাকত ইংল্যান্ড। কিন্তু সাকার শটও বাঁদিকে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন দোনাররুমা। মূল ম্যাচ ১-১ গোলে ড্র থাকার পর টাইব্রেকারে ৩-২ গোলে জিতে উল্লাসে মাতে ইতালি, আর স্বপ্নভঙ্গের বেদনায় বিধ্বস্ত হয়ে পড়ে গোটা ইংল্যান্ড। 

আরও পড়ুন- টাইব্রেকারে ইংল্যান্ডের স্বপ্ন ভেঙে চ্যাম্পিয়ন ইতালি

এরপর বিভিন্ন অনলাইন প্লাটফর্মে উগ্র সমর্থকদের ট্রলের শিকার হন এই তিনজন। এবং সবচেয়ে দুঃখজনক ট্রলের জন্য বেছে নেওয়া হয় তাদের গায়ের রঙ।  এসব দেখেই ইংল্যান্ড ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলে, ‘এই গ্রীষ্মে আমাদের স্কোয়াডের খেলোয়াড়রা ইংল্যান্ডের জার্সির জন্য নিজেদের সর্বোচ্চ নিংড়ে দিয়েছে। অথচ আজ রাতের খেলা শেষে তারাই বৈষম্যমুলক আচরণের। আমরা আমাদের খেলোয়াড়দের পাশে আছি।’ 

দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) আলাদা এক বিবৃতিতে বর্ণবাদী আচরণের চরম নিন্দা জানানো হয়, ‘এফএ এই ধরণের বৈষম্যমুলক আচরণের তীব্র নিন্দা জানায়। আমাদের দলের কিছু খেলোয়াড়দের লক্ষ্যে করে অনলাইনে বিদ্বেষমূলক কথা ছড়িয়ে দেওয়া হয়েছিল। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই ধরণের আচরণ যারা করে তারা আমাদের দলের ভক্ত হওয়ার জন্য স্বাগত নয়।’

আরও পড়ুন- ইউরোর গোল্ডেন বুট জিতলেন রোনালদো

এদিকে লন্ডন মেট্রোপলিটন পুলিশ টুইট করে জানিয়েছে আক্রমণাত্মক ও বর্নবাদী পোস্টের ব্যাপারে তদন্ত চালাচ্ছে তারা, ‘সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু বর্ণবাদী পোস্টের ব্যাপারে আমরা অবগত হয়েছি। এই ধরনের আচরণ একদমই অগ্রহণযোগ্য। এসব সহ্য করা হবে না। এটা তদন্ত করা হচ্ছে।’

পুরো টুর্নামেন্টে রেসিজমের বিরুদ্ধে সরব ছিল ইংল্যান্ড স্কোয়াড। খেলার আগে হাঁটু গেড়ে নিজেদের অবস্থান জানায় তারা।

Comments

The Daily Star  | English

Attack on NCP rally venue: Four killed as violence grips Gopalganj

At least four people were killed and dozens injured in daylong running battles between law enforcers and Awami League followers in Gopalganj yesterday.

4h ago