উরুগুয়েকে উড়িয়ে দিয়েই জয়ের ধারায় ব্রাজিল

টানা নয় ম্যাচ জয়ের পর আগের ম্যাচে কলোম্বিয়ার মাঠে হোঁচট খেয়েছিল ব্রাজিল। তবে পরের ম্যাচেই ফের জয়ের ধারায় ফিরেছে দলটি। উরুগুয়েকে রীতিমতো উড়িয়ে দিয়ে শীর্ষস্থান আরও দৃঢ় করল পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের অ্যারেনা দা আমাজনিয়ায় ল্যাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বাংলাদেশ সময় শুক্রবার সকালে উরুগুয়েকে ৪-১ গোলের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।
ব্রাজিল দলে সুযোগ পাওয়ার পর এদিনই প্রথম মূল একাদশে সুযোগ পেয়ে দলের পক্ষে দুটি গোল করেছেন রাফিনহা। একটি করে গোল করেছেন নেইমার ও গ্যাব্রিয়েল বারবোসা। উরুগুয়ের পক্ষে একমাত্র গোলটি করেন লুইস সুয়ারেজ।
ম্যাচের শুরু থেকেই এদিন আধিপত্য বিস্তার করে খেলতে থাকে ব্রাজিল। উরুগুয়ের গোলরক্ষক ফের্নান্দো মুসলেরা বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধানে আরও বড় হতে পারতো। বেশ কিছু অসাধারণ সেভ করেন এ গেলাতাসারে গোলরক্ষক।
এদিন ৫৫ শতাংশ সময় বল দখলে ছিল ব্রাজিলের। মোট ২২টি শটের ১৮টি ছিল ডি-বক্সের মধ্য থেকে নেওয়া। লক্ষ্যেও ছিল ১৩টি। অন্যদিকে উরুগুয়ের নেওয়া ৫টি শটের ৩টি ছিল লক্ষ্যে।
ম্যাচের তৃতীয় মিনিটে দূরপাল্লার শটে চেষ্টা চালিয়েছিলেন নেইমার। গোলরক্ষক বরাবর শট ধরতে অসুবিধা হয়নি মুসলেরার। তবে দশম মিনিটেই গোল পান তিনি। ফ্রেদের থ্রু বল দারুণ ভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে কাটিয়ে দুরূহ কোণ থেকে নেওয়া দারুণ এক শটে বল জালে পাঠান এ পিএসজি ফরোয়ার্ড।
নয় মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে দলটি। লুকাস পাকুয়েতার কাছ থেকে বল পেয়ে লক্ষ্যে ভালো শট নিয়েছিলেন নেইমার। তবে ঝাঁপিয়ে তার প্রচেষ্টা রুখে দিলেও আলগা বল থেকে নেওয়ার রাফিনহার শট ঠেকাতে পারেননি মুসলেরা।
৩৫তম মিনিটে উরুগুয়ের রদ্রিগো বেনতাকুরের দূরপাল্লার শট অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। তিন মিনিট পর অবিশ্বাস্য এক সেভ করেন উরুগুয়ে গোলরক্ষক। রাফিনহার কাছ থেকে বল পেয়ে এক খেলোয়াড়কে কাটিয়ে দারুণ এক শট নিয়েছিলেন নেইমার। কিন্তু অসাধারণ দক্ষতায় ঠেকান মুসলেরা। এর পরের মিনিটে আবার ত্রাতা এ গোলরক্ষক। এবার ঠেকান রাফিনহার শট। ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল প্রথমার্ধে যোগ করা সময়েও। জেসুসের নেওয়া শট একেবারে বারপোস্ট ঘেঁষে লক্ষ্যভ্রষ্ট।
৫৬তম মিনিটে বল জালে পাঠিয়েছিলেন উরুগুয়ের এদিসন কাভানি। কিন্তু অফসাইডে থাকায় বাতিল হয় সে গোল। এর দুই মিনিট পর ব্যবধান আরও বাড়ায় ব্রাজিল। পাল্টা আক্রমণ থেকে সতীর্থের কাছ থেকে বল পেয়ে একেবারে ফাঁকায় থাকা রাফিনহাকে বল বাড়ান নেইমার। বাঁ প্রান্ত থেকে এ লিডস তারকার নেওয়ার শট জালে জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
৬৫তম মিনিটে বারবোসার শট উরুগুয়ে গোলরক্ষক ঝাঁপিয়ে না ঠেকালে ব্যবধান আরও বড় হতে পারতো। নয় মিনিট পর নেইমারের পাস থেকে এ গোলরক্ষককে একেবারে ফাঁকায় পেয়ে গিয়েছিলেন বারবোসা। কিন্তু গোলরক্ষক বরাবর শট নিয়ে নষ্ট করেন সে সুযোগ।
৭৭তম মিনিটে লুইস সুয়ারেজের অসাধারণ এক ফ্রিকিক থেকে ব্যবধান কমায় ব্যবধান কমায় সফরকারীরা। তবে এর পাঁচ মিনিট পর ফের ব্যবধান বাড়ায় ব্রাজিল। নেইমারের ক্রস থেকে দারুণ এক হেডে ব্যবধান বাড়ান বারবোসা। শুরুতে অফসাইড দিলেই ভিএআরে টিকে যায় সে গোল।
এরপরও বেশ কিছু সুযোগ ছিল দুই দলেরই। তবে আর গোল না হলে জয়ের সন্তুষ্টি নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। এক ম্যাচ বেশি খেলা উরুগুয়ে ১৬ পয়েন্ট নিয়ে আছে পাঁচ নম্বরে।
Comments