এই বার্সা ৮ বছর আগের বার্সা নয়: কোমান

সময়টা ভালো যাচ্ছে না বার্সেলোনার। আগের দিন অপেক্ষাকৃত দুর্বল গ্রানাদার বিপক্ষেও পয়েন্ট খোয়াতে হয়েছে তাদের। ফলে ব্যাপক সমালোচনার মধ্যে পড়েছেন দলের প্রধান কোচ রোনাল্ড কোমান। চাকুরি বাঁচানোই অনেকটা কঠিন হয়ে পড়েছে। কিন্তু রুঢ় বাস্তবতার কথাই শোনালেন কোচ। আট বছর আগের বার্সেলোনার মতো এ দলটি শক্তিশালী নয় বলেই ইঙ্গিত দিলেন তিনি।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে সোমবার রাতে গ্রানাদার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বার্সেলোনা। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত পিছিয়ে ছিল কাতালানরা। গাভির ক্রস থেকে শেষ মুহূর্তে রোনালদ আরাহোর হেডে হার এড়াতে পেরেছে দলটি।

সমর্থকদের যেমনটা প্রত্যাশা করছেন বর্তমান বার্সেলোনার সামর্থ্য তেমনটা নয় বলেই মনে করেন কোমান, 'আমাদের খেলোয়াড় তালিকাটা একবার দেখুন। আমরা যা করতে পারতাম তাই করেছি। আমাদের তিকি তাকা সময়ের খেলোয়াড় নেই। আমাদের তাই নিজেদের স্টাইলেই খেলতে হবে।'

চলতি মৌসুমের শুরুতে দলের সেরা তারকা লিওনেল মেসিকে হারায় বার্সেলোনা। যদিও আর্থিক ঘাটতির কারণে তাকে ধরে রাখতে পারেনি দলটি, তারপরও বর্তমান বোর্ডের গাফিলতিও দেখছেন অনেকে। তার উপর আরেক তারকা আতোঁয়ান গ্রিজমানকেও ছেড়ে দেয় দলটি। এমারসনকে ফিরিয়ে এনে মাস খানেক না যেতেই বিক্রি করে তারা। সবমিলিয়ে শাক্তি অনেকটাই কমেছে তাদের।

তবে আনসু ফাতি, উসমান দেম্বেলেদের মতো খেলোয়াড়দের পেলে এ দলটির শক্তি অনেক বাড়বে বলে জানান এ কোচ, 'এটা আট বছর আগের বার্সেলোনা নয়। এটাই এখন পথ। আনসু (ফাতি) ও (উসমান) দেম্বেলে থাকলে আমরা ভিন্ন দল হতে পারে কারণ তখন আমাদের গভীরতা বাড়বে।'

এদিন ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোল হজম করে বার্সেলোনা। এরপর থেকে রক্ষণাত্মক ফুটবল খেলতে থাকে গ্রানাদা। তারও বেশ সমালোচনা করেন এ কোচ, 'আমরা দ্বিতীয়ার্ধে লড়াই করেছি এবং ভালো করেছি। তবে ম্যাচের দ্বিতীয় মিনিট থেকে তারা সময় নষ্ট করতে শুরু করে এবং এটি পরিবর্তন করতে হবে। আমরা আজেবাজে কারণে অনেক সময় নষ্ট করেছি এবং তাদের ইনজুরির কারণে যেগুলো আসলে ইনজুরি ছিল না।'

প্রথমার্ধে আশানুরূপ খেলতে না পারলেও দ্বিতীয়ার্ধে বেশ পরিকল্পিত ফুটবল খেলেছে বলেই জানান কোমান, 'আমরা মনে হয় আমরা শেষটা ভালো করেছি। কোনো একটা সময়ে আমরা জয়ের পর্যায়ে ছিলাম। সাধারণভাবে প্রথমার্ধে ৪-৩-৩ পদ্ধতিতে খেলেছি। এরপর আমাকে কিছুটা পরিবর্তন করতে হয়েছে। তারা অনেক বেশি খেলোয়াড় নিয়ে তারা রক্ষণ সামলেছে। অন্তত আমরা সমতায় ফিরতে পেরেছি, তবে এটা খুব খারাপ যে আমরা দুই পয়েন্ট হারিয়েছি। আমরা গ্রানাডার বিপক্ষে ড্র করে সন্তুষ্ট থাকতে পারি না।'

Comments

The Daily Star  | English
Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman

‘BNP’s 31-point charter embodies public will’

Mahdi Amin, adviser to BNP acting chairperson Tarique Rahman, speaks to The Daily Star

12h ago