এই ম্যানচেস্টার ইউনাইটেড আমার নয়: রয় কিন

৪-০ গোলে হেরে রীতিমতো বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। তবে হারের ব্যবধানের চেয়ে বড় ব্যাপার ছিল মাঠে ন্যুনতম লড়াইটাও করতে পারেনি দলটি। ছন্নছাড়া ফুটবলে রীতিমতো অসহায় আত্মসমর্পণ। দলের এমন পরাজয় দেখে হতাশ দলটির সাবেক তারকা রয় কিন। এমনকি বর্তমান সময়ের এই ইউনাইটেডকে নিজের দল হিসেবেও মানতে রাজী নন তিনি।

৪-০ গোলে হেরে রীতিমতো বিধ্বস্ত ম্যানচেস্টার ইউনাইটেড। তবে হারের ব্যবধানের চেয়ে বড় ব্যাপার ছিল মাঠে ন্যুনতম লড়াইটাও করতে পারেনি দলটি। ছন্নছাড়া ফুটবলে রীতিমতো অসহায় আত্মসমর্পণ। দলের এমন পরাজয় দেখে হতাশ দলটির সাবেক তারকা রয় কিন। এমনকি বর্তমান সময়ের এই ইউনাইটেডকে নিজের দল হিসেবেও মানতে রাজী নন তিনি।

অ্যানফিল্ডে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগে ম্যাচে লিভারপুলের কাছে ৪-০ গোলের বড় ব্যবধানে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচে জোড়া গোল করেছেন মোহামেদ সালাহ। প্রথম লেগের ম্যাচে এ মিশরীয় তারকা করেছিলেন হ্যাটট্রিক। এছাড়া একটি করে গোল পেয়েছেন আক্রমণভাগের অপর দুই সৈনিক লুইস দিয়াস ও সাদিও মানে।

স্কাইস্পোর্টসের পণ্ডিতদের আলোচনায় এই ইউনাইটেডকে নিজের দল হিসেবে মানতে নারাজ কিন, 'এখন রাগ নয়, দুঃখজনক। (ইউনাইটেডে) কোনো নেতা নেই, তাদের মানের অভাব রয়েছে। ওপর থেকে ক্লাবে রয়েছে নানা বিশৃঙ্খলা। তাদের একজন নতুন ম্যানেজার দরকার, তাদের নতুন খেলোয়াড়ও দরকার। এটা দেখা খুবই কষ্টদায়ক। এটা সেই ক্লাব না যার হয়ে আমি খেলেছি। আমার সেই ক্লাবের সঙ্গে কোনো মিল নেই। আমি সেখানে ম্যানচেস্টার ইউনাইটেড দলকে লড়াই করতে দেখিনি।'

পয়েন্ট টেবিলের ছয় নম্বরে ইউনাইটেডকে মানতেই পারছেন না কিন। তাই দ্রুতই দলে বড় পরিবর্তন প্রত্যাশা করছেন এ সাবেক মিডফিল্ডার, 'মার্কাস র‍্যাশফোর্ড সামনে শিশুর মতো খেলেছেন। হ্যারি ম্যাগুয়ার - শেষ গোল - তার পাসিং এবং ডিফেন্ডিং অগ্রহণযোগ্য ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য যথেষ্ট ভাল ছিল না। তাই আমাদের আবার সেই শব্দটি ব্যবহার করতে হবে - পুনর্নির্মাণ। লিগে ষষ্ঠ স্থানে ইউনাইটেড- অবিশ্বাস্য।'

ক্লাবের প্রতি বর্তমান দলের খেলোয়াড়দের তেমন কোনো আবেগ নেই বলেই মনে করেন কিন, 'আমার অভিজ্ঞতায় ক্লাবের সবসময় যা ছিল তা হলো উজ্জ্বল চরিত্র। এমন লোকেরা যারা এই ক্লাবের জন্য নিজেদের যা কিছু ছিল সব দিয়ে দিত। কিন্তু এই দলে সেই সামর্থ্য নেই। এমনকি এটা খুব রোবোটিক এবং কোনও আবেগ নেই।'

ইউনাইটেডের খেলার ধরণ নিয়ে সমালোচনার পাশাপাশি লিভারপুলের উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি, 'চাপে ম্যানচেস্টার ইউনাইটেড বল ধরে রাখতে পারেনি। আপনি যদি অ্যানফিল্ডে আসেন এবং ফলাফল পাওয়ার কোনো সুযোগ পেতে চান তবে আপনাকে বল ধরে রাখতে সক্ষম হতে হবে এবং তারা তা করতে পারেনি। এটি সত্যিই একটি দুর্দান্ত লিভারপুল দল এবং তারা সত্যিকারের মহান ফুটবল খেলেছে।'

দুই দলের মধ্যে পার্থক্যটা অনেক বড় হয়ে দাঁড়িয়েছে তা এ ম্যাচে আরও একবার প্রমাণিত হয়েছে বলে জানান এ সাবেক ইউনাইটেড তারকা, 'এই লিভারপুল দলে ম্যানচেস্টার ইউনাইটেডের কোনো খেলোয়াড় নেই। ইউনাইটেড সত্যিই একটি বিশাল ক্লাব কিন্তু তারা যে কতদূরে চলে গিয়েছে তা আজ রাতে উন্মোচিত হয়েছে।'

Comments

The Daily Star  | English

JP headed for yet another split?

Jatiya Party, the main opposition party in parliament, is facing another split centering the conflict between its Chairman GM Quader and Chief Patron Raushan Ershad over MP nominations, party insiders said.

2h ago