এটাই তো আমার কাজ: রোনালদো

কাজটা অবশ্য জেসে লিংগার্ডকে দিয়ে করাতে চেয়েছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো। আলতো হেডে তার পায়েই বল তুলে দিয়েছিলেন। কিন্তু সুবিধা করে উঠতে না পারায় রোনালদোকেই ফিরতি বল দেন লিংগার্ড। এরপর রোনালদোর অসাধারণ এক ফিনিশিং। উল্লাসে মাতে ওল্ড ট্রাফোর্ড।
ঘরের মাঠে এদিন আরও একটি হোঁচটের দিকেই এগিয়ে যাচ্ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। যোগ করা সময়ে ম্যাচের চিত্র পাল্টে দেন রোনালদো। পুরো ম্যাচে সংগ্রাম করা দলটিই শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নেয়। আর মহাকাব্য রচনার পর রোনালদো বললেন, 'এটাই তো আমার কাজ।'
ম্যাচ শেষে বিটি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো আরও বলেন, 'এটা খুবই কঠিন একটি ম্যাচ ছিল। ভিয়ারিয়াল খুব ভালো খেলেছে। তাদের অনেক সুযোগ ছিল। আমরা কিছুটা সংগ্রাম করেছিলাম এবং মাঠে নামার আগে আমরা জানতাম যে আমাদের অবশ্যই ম্যাচটি জিততে হবে। এটা কঠিন ছিল।'
এর আগে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ওল্ড বয়েজের কাছে হেরে গেছে ইউনাইটেড। সেদিন ভাগ্য সঙ্গে ছিল না তাদের। কিন্তু এদিন সঙ্গেই ছিল। বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করেও মাত্র একটি গোল করতে পেরেছে ভিয়ারিয়াল। ভালো মানের ফরোয়ার্ড থাকলে গল্পটা হয়তো ভিন্ন হতে পারতো। তবে গোলবারে অসাধারণ ছিলেন গোলরক্ষক দাভিদ দি গিয়া।
রোনালদোর ভাষায়, 'সত্যি করে বললে প্রথমার্ধ এবং দ্বিতীয়ার্ধে কিছুটা নার্ভাস ছিল আমাদের দল। আমরা আজ কিছুটা ভাগ্যবান ছিলাম। যা শেষ ম্যাচে আমাদের ছিল না কিন্তু আজ ছিল। আমাদের খেলোয়াড়দের অসাধারণ মনোভাব এবং ভক্তদের প্রেরণা অনেক এগিয়ে দিয়েছে। দলটি যখন ভালো খেলছে না তখন আমাদের এটা দরকার। এটা গুরুত্বপূর্ণ জয়।'
Comments