এবার পিএসজি ছাড়তে চাইছেন নেইমারও!

পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করাই মূল লক্ষ্য নেইমারের। সে লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত ফ্রান্সেই থাকতে চেয়েছিলেন এ ব্রাজিলিয়ান। কিন্তু আগের দিন ক্লাব সভাপতি নাসের আল খেলাইফির বক্তব্যে পাল্টে যাচ্ছে অনেক কিছুই। সেই নেইমারই এখন পিএসজি ছাড়তে চান বলে জানিয়েছে বেশ কিছু ফরাসি সংবাদমাধ্যম।

২০১৭ সালে ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। যদিও এক মৌসুম পরই বার্সায় ফেরার গুঞ্জন ওঠে। যা ছিল গত মৌসুমের আগ পর্যন্তও। কিন্তু ২০২০-২১ মৌসুম শুরুর আগে হুট করেই চুক্তি নবায়ন করেন। অথচ দুই মৌসুম পার না হতেই সেই ক্লাবে ব্রাত্য হয়ে পড়েছেন নেইমার।

আরএমসি স্পোর্টের সংবাদ অনুযায়ী, নেইমারকে এই গ্রীষ্মে বেচে দিতে চায় পিএসজি। ক্লাবটিতে পাঁচ বছর পার করার পর প্রথমবারের মতো এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে তারা। আর সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা কফে নেইমারও তা মেনে নিয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

সম্প্রতি স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কাকে বিশদ এক সাক্ষাৎকার দিয়েছেন খেলাইফি। সেখানে উঠে এসেছে অনেক প্রসঙ্গ। উঠে আসে নেইমারের বিষয়টিও। তখন পিএসজির সভাপতি বলেছিলেন, 'এই গ্রীষ্মে নেইমারের বিদায়ের সম্ভাবনা? আমি আপনাকে যা বলতে পারি তা হলো আমরা আশা করি সব খেলোয়াড় গত মৌসুমের চেয়ে অনেক বেশি দিতে হবে। অনেক বেশি করতে হবে, তাদের অবশ্যই শতভাগ দিতে হবে।'

শুধু তাই নয়, নেইমারের ইনজুরি ও নিষেধাজ্ঞায় পড়া নিয়েও বিরক্ত তিনি, 'আমরা খুব বেশিদূর যেতে পারিনি। লক্ষ্যটা পরিষ্কার, আগামী মৌসুমে প্রতিদিন আমাদের ২০০% কাজ করতে হবে। এই জার্সির জন্য সবকিছু উজাড় করে দিতে হবে। ইনজুরি, নিষেধাজ্ঞা এবং ফাউল এড়াতে আপনাকে পরিবর্তন করতে হবে। কারণ একটি ফাউল ম্যাচের মোড় পরিবর্তন করে দেয়।'

পিএসজিতে যোগ দেওয়ার পর পাঁচ মৌসুমেই একশরও বেশি ম্যাচ মিস করেছেন নেইমার। নিষেধাজ্ঞা ও ইনজুরি মিলিয়ে সংখ্যাটি ১০৪ ম্যাচ। গত মৌসুমেই সংখ্যাটি ৪০এর উপরে। তাছাড়া বল নিয়ে অতিরিক্ত কাড়িকুড়ি করতে গিয়ে ফাউলের শিকারও বেশি হতে হয় তাকে। কোনো বিষয়ই চোখ এড়ায়নি খেলাইফির।

তবে আগামী নভেম্বরে বিশ্বকাপ থাকায় ক্লাব চাইলেও দল-বদল নিয়ে ভাবেননি নেইমার। খেলাইফির সাম্প্রতিক বক্তব্যতেই মন বদলাতে বাধ্য হচ্ছেন তিনি। এটা নিশ্চিত বুঝতে পারছেন আগের সেই গুরুত্ব হারিয়েছেন তিনি। কিলিয়ান এমবাপেকেই সর্বাধিক প্রাধান্য দিচ্ছে ক্লাবটি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ক্লাবের সঙ্গে ফের আলোচনায় বসবেন এ ব্রাজিলিয়ান।

উল্লেখ্য, নেইমারকে পেতে মুখিয়ে আছে বেশ কিছু ক্লাব। ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির সঙ্গে তাকে চার নিউক্যাসল ইউনাইটেডও। যদিও চ্যাম্পিয়ন্স লিগে না থাকায় নিউক্যাসলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এ ব্রাজিলিয়ানের। এছাড়া গুঞ্জন রয়েছে জুভেন্টাসকে নিয়েও।

Comments

The Daily Star  | English

Yunus in Rome to attend Pope Francis’ funeral

Chief Adviser Prof Muhammad Yunus reached Rome yesterday to attend the funeral of Pope Francis.

1h ago