এমবাপেকে কিনতে রিয়ালের ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব

গুঞ্জনটা অনেক দিন থেকেই। কিলিয়ান এমবাপেকে চায় রিয়াল মাদ্রিদ। তবে সেটা কেবল গুঞ্জন আকারেই ছিল। এবার সত্যি সত্যিই এ ফরাসি তরুণকে কিনতে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। প্রথমবারের মতো দেওয়া প্রস্তাবের অঙ্কটাও বেশ বড়। ১৬০ মিলিয়ন ইউরো।
আগের দিনই ফরাসি সংবাদমাধ্যম টিএফওয়ান জানায় এমবাপের জন্য ১৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। এরপর মাদ্রিদ ভিত্তিক সংবাদমাধ্যম মার্কাও একই সংবাদ প্রকাশ করে।
চুক্তি নবায়নের জন্য পিএসজির দেওয়া একের পর এক প্রস্তাব এমবাপে ফিরিয়ে দেওয়ার পরই গুঞ্জনটা বাড়ে। চলতি সপ্তাহেও আরেক দফা চেষ্টা করে দলটি। কিন্তু কোনো ভাবেই চুক্তি নবায়ন করতে রাজী নন এমবাপে। তাই বাধ্য হয়েই তাকে বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় প্যারিসের ক্লাবটি।
জানা গেছে, রিয়াল ছাড়া আরও একটি ইংলিশ ক্লাবও এমবাপেকে পেতে আগ্রহী। তবে এমবাপে যে রিয়ালে যেতে মুখিয়ে আছেন তা বেশ ফলাও করেই প্রচার পাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। স্প্যানিশ ক্লাব ছাড়া অন্য কোথাও যেতে চান না তিনি।
আরেক ফরাসি সংবাদমাধ্যম লা'কিপ জানিয়েছে রিয়ালের দেওয়া প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পিএসজি। রিয়ালের কাছে এমবাপেকে বিক্রি করার ইচ্ছা নেই দলটির। আর করতে হলেও টাকার অঙ্ক আরও বেশি চায় দলটি। কমপক্ষে ২০০ মিলিয়ন ইউরো চায় তারা।
এর অবশ্য আরও একটি কারণও রয়েছে। এমবাপেকে বিক্রি করলে তার সব অর্থ পাচ্ছে না পিএসজি। তার ভাগ দিতে হবে তার সাবেক ক্লাব মোনাকোকেও। চুক্তি অনুযায়ী তার পরিমাণ ৩৫ মিলিয়ন ইউরো। তাই এমবাপের দামটা আরও বাড়াতে চাইছে প্যারিসের ক্লাবটি।
এদিকে, দলবদল বিষয়ক নির্ভরযোগ্য সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছেন, কোনো ইংলিশ ক্লাবই আনুষ্ঠানিকভাবে এমবাপের জন্য প্রস্তাব পাঠায়নি। এখন পর্যন্ত রিয়ালই কেবল আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছেন। তাই শেষ পর্যন্ত পাশা বদলে যেতেও পারে। হার মানতে হতে পারে পিএসজিকে।
Comments