ওয়েলসের দায়িত্বে আর ফিরছেন না ইউনাইটেড কিংবদন্তি

বান্ধবীকে নির্যাতনের দায়ে ২০২০ সালের নভেম্বরে গ্রেপ্তার হওয়ার পর আর ওয়েলসের কোচের দায়িত্বে ছিলেন না রায়ান গিগস। অস্থায়ীভাবে রবার্ট পেইজের হাতে দায়িত্ব দিয়েছিল দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন। কারাগার থেকে বের হলেও বিশ্বকাপ নিশ্চিত করা ওয়েলসের দায়িত্বে আর ফিরছেন না সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি।
সোমবার ৪৮ বছর বয়েসী এই তারকা নিশ্চিত করেন, জাতীয় দলের কোচের পদে আর ফিরছেন না তিনি। অনিশ্চয়তায় রাখতে চান না দেশকে, 'অনেক ভেবে চিন্তে ওয়েলসের ছেলেদের জাতীয় দলের কোচের পদ ছেড়ে দিচ্ছি। দেশের কোচ হওয়া অনেক গর্বের বিষয়। কিন্তু প্রধান কোচ নিয়ে কোন অনিশ্চয়তা ছাড়া ওয়েলসের বিশ্বকাপ প্রস্তুতি নেওয়া বেশি জরুরি। আমি চাইনি এই মামলার কারণে দেশের বিশ্বকাপ প্রস্তুতির কোন ক্ষতি হোক।'
২০২০ সালে বান্ধবী ও অন্য এক নারীকে পেটানোর অভিযোগ উঠে গিগসের বিরুদ্ধে। কারাগারে যেতে হয় তাকে। এরপর পেইজ দায়িত্ব নিয়ে ১৯৫৮ সালের পর ওয়েলসকে বিশ্বকাপে নিয়ে গেছেন।
২০১৯ সালের অগাস্ট থেকে গিগসের সহকারী হিসেবে কাজ করছিলেন পেইজ। এবার গ্যারেথ বেলদের মূল কোচের ভূমিকায় বিশ্বকাপে দেখা যাবে তাকে।
গিগসের দায়িত্ব ছেড়ে দেওয়া ইতিবাচক চোখেই দেখছে ওয়েলস ফুটবল অ্যাসোসিয়েশন (এফএডব্লিউ)। তার পদত্যাগপত্র গ্রহণ করে তারা তাকে ধন্যবাদ জানিয়েছে, 'ওয়েলস ফুটবলের স্বার্থে তিনি যে সিদ্ধান্ত নিয়েছেন তা আমরা প্রশংসা করছি। জাতীয় দলকে সেবা দেওয়ার জন্য ধন্যবাদ।'
Comments