করোনা মুক্ত হয়ে পিএসজির স্কোয়াডে ফিরলেন মেসি

করোনাভাইরাস বেশ ভোগাল হালের সেরা তারকা লিওনেল মেসিকে। আক্রান্ত হয়েছিলেন গত বছরের শেষ দিকে। এরপর ভাইরাস মুক্ত হলেও ম্যাচ ফিটনেস না থাকায় বেশ কয়েক ম্যাচ খেলতে পারেননি তিনি। তবে অবশেষে পিএসজির হয়ে মাঠে ফিরতে চলেছেন রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকা।
পার্ক দি প্রিন্সেসে রোববার রাতে লিগ ওয়ানের ম্যাচে রাঁসের মুখোমুখি হবে পিএসজি। এই ম্যাচের জন্য তাকে স্কোয়াডে রেখেছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রাঁসের বিপক্ষে মেসির স্কোয়াডে থাকার বিষয়টি নিশ্চিত করে পচেত্তিনো বলেন, 'ও (মেসি) এই সপ্তাহে গোটা দলের সঙ্গেই ভালোভাবে অনুশীলন করেছে এবং ও দলে ফেরায় আমি ভীষণ খুশি। ও কালকে (রোববার) ম্যাচের স্কোয়াডে থাকবে।'
গত ২৮ ডিসেম্বর রোজারিওর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে কোভিড পজিটিভ হয়েছেন মেসি। অনুষ্ঠানটি নিজেই আয়োজন করেছিলেন এ আর্জেন্টাইন তারকা। তবে ২ জানুয়ারি পিএসজির সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জনসম্মুখে আসে। এর তিন দিন পরই নিজস্ব বিমানে চড়ে রোজারিও থেকে মেসি প্যারিসে ফিরে যান বলেই জানিয়েছিল স্থানীয় গণমাধ্যম।
আক্রান্ত হওয়ার খবর জানার চার দিন পরই নেগেটিভ ফল আসে মেসির। তবে ভাইরাসের ধকল পুরোপুরি কাটিয়ে না উঠতে না পাড়ায় মাঠে নামেননি তিনি। এ ভাইরাস থেকে সেরে উঠতে 'ধারণার চেয়ে বেশি সময়' লাগছে বলে নিজেই জানিয়েছেন এ আর্জেন্টাইন তারকা।
মেসির সঙ্গে দলের আরেক ফরোয়ার্ড কিলিয়ান এমবাপেও রাঁসের বিপক্ষে স্কোয়াডে রয়েছেন বলে জানান পচেত্তিনো। তবে শুরুর একাদশে তাকে রাখা হবে কি-না, সে সিদ্ধান্ত পর নেওয়া হবে বলে জানান এ কোচ।
Comments