কাতার বিশ্বকাপে ব্রাজিল ও আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি

বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের সমর্থকদের আগ্রহ ও উন্মাদনা থাকে আকাশছোঁয়া। আর সেসবের চূড়ায় অবস্থান করে ব্রাজিল ও আর্জেন্টিনা।
ছবি: এএফপি

বিশ্বকাপ ফুটবল নিয়ে বাংলাদেশের সমর্থকদের আগ্রহ ও উন্মাদনা থাকে আকাশছোঁয়া। আর সেসবের চূড়ায় অবস্থান করে ব্রাজিল ও আর্জেন্টিনা। তা হবে না-ই বা কেন! বাংলাদেশে সাবেক এই দুই বিশ্বচ্যাম্পিয়ন দলের ভক্তদের সংখ্যাই সবচেয়ে বেশি।

আগামী ২১ নভেম্বর কাতারে শুরু হবে বিশ্বকাপ ফুটবলের ২২তম আসর। বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বৃহৎ এই ক্রীড়া প্রতিযোগিতার পর্দা নামবে ১৮ ডিসেম্বর। দ্বিতীয়বারের মতো এশিয়াতে আয়োজিত হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ। এর আগে ২০০২ সালে যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল জাপান ও দক্ষিণ কোরিয়া।

বিশ্বকাপে 'সি' গ্রুপে থাকা আর্জেন্টিনার প্রতিদ্বন্দ্বীরা হলো সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড। 'জি' গ্রুপে ব্রাজিলের সঙ্গে রয়েছে সার্বিয়া, সুইজারল্যান্ড ও ক্যামেরুন।

আর্জেন্টিনার গ্রুপ পর্বের সূচি:

তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
২২ নভেম্বর আর্জেন্টিনা-সৌদি আরব বিকাল ৪টা
২৬ নভেম্বর আর্জেন্টিনা-মেক্সিকো রাত ১টা
৩০ নভেম্বর আর্জেন্টিনা-পোল্যান্ড রাত ১টা

ব্রাজিলের গ্রুপ পর্বের সূচি:

তারিখ ম্যাচ বাংলাদেশ সময়
২৪ নভেম্বর ব্রাজিল-সার্বিয়া রাত ১টা
২৮ নভেম্বর ব্রাজিল-সুইজারল্যান্ড রাত ১০টা
২ ডিসেম্বর ব্রাজিল-ক্যামেরুন রাত ১টা

(*রাত ১টার ম্যাচ দিবাগত রাতের হিসাবে)

Comments

The Daily Star  | English

High Temperature Days: Barring miracle, record of 76yrs breaks today

At least 23 days of this month were heatwave days, which equals the record set in 2019 for the entire year.

11h ago