কান্নাজড়িত কণ্ঠে বার্সেলোনাকে বিদায় বললেন মেসি

বার্সেলোনার পক্ষ থেকে দুদিন আগে জানিয়ে দেওয়া হয়, লিওনেল মেসি আর থাকছেন না। কারণ, আর্জেন্টাইন এই মহাতারকার সঙ্গে চুক্তি নবায়ন করতে পারছে না তারা। তবে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার নিজে এই কদিন চুপ ছিলেন। অবশেষে তিনি মুখ খুললেন। মেসি বিদায় জানালেন তার শৈশবের ক্লাবকে, যে ঠিকানার সঙ্গে তার সম্পর্ক ছিল দুই দশকেরও বেশি সময় ধরে। কাতালানদের সঙ্গে দীর্ঘ ও মধুর বন্ধন ছিন্ন হওয়ার দুঃখে তিনি ভেঙে পড়লেন কান্নায়।
রবিবার নিজেদের ক্লাব ইতিহাসের সেরা তারকাকে বিদায় জানাতে ক্যাম্প ন্যুতে বার্সেলোনার আয়োজিত সংবাদ সম্মেলনে মেসি বলেন, 'আমি বার্সেলোনায় থাকার ব্যাপারে নিশ্চিত ছিলাম। এটা আমার বাড়ি, আমাদের বাড়ি। আমি বার্সায় থাকতে চেয়েছিলাম এবং এটিই ছিল পরিকল্পনা... এবং এখানে আমার সারা জীবন কাটিয়ে দেওয়ার পর আজ আমাকে বিদায় জানাতে হচ্ছে।'
রেকর্ড ছয়বারের ব্যালন ডি'অর জয়ী এই ফরোয়ার্ড যোগ করেন, 'আমি সবসময় নম্রতা ও শ্রদ্ধার সঙ্গে আচরণ করার চেষ্টা করেছি। আমি আশা করি, ক্লাব ছাড়ার সময় সেটাই আমি পেছনে রেখে যাচ্ছি।'
ভবিষ্যৎ গন্তব্য নিয়ে ৩৪ বছর বয়সী মেসি জানান, 'অনেক ক্লাব আগ্রহী। আমি এখনো কিছু নিশ্চিত করে বলতে পারছি না কোথায় যাব।'
গত বৃহস্পতিবার রাতে নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে বিবৃতি দিয়ে মেসির না থাকার বিষয়টি নিশ্চিত করে স্প্যানিশ ক্লাব বার্সা।
চুক্তি না হওয়ার বিষয়ে তারা জানায়, 'এফসি বার্সেলোনা এবং লিওনেল মেসির সমঝোতায় পৌঁছানো এবং উভয় পক্ষের মধ্যে একটি নতুন চুক্তি স্বাক্ষরের স্পষ্ট ইচ্ছা থাকা সত্ত্বেও আর্থিক এবং কাঠামোগত বাধার কারণে (স্প্যানিশ লিগার নিয়মানুসারে) এটি হতে পারছে না।'
উল্লেখ্য, ২০০০ সালে মাত্র ১৩ বছর বয়সে জন্মভূমি আর্জেন্টিনা থেকে স্পেনে পাড়ি জমান মেসি। বয়সভিত্তিক স্তর পেরিয়ে ২০০৪ সাল থেকে বার্সার মূল দলের হয়ে খেলেন তিনি। ক্লাবটির ইতিহাসের সবচেয়ে বেশি ম্যাচের ও গোলের রেকর্ডের অধিকারী মেসি চারটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও দশটি লা লিগাসহ বহু ব্যক্তিগত ও দলীয় পুরস্কার জেতেন
Comments