কিছুই আবার আগের মতো হবে না: পিকে

২০ বছরেরও বেশি সময়। সময়টা বার্সেলোনার ইতিহাসের সেরা সময়। পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগের চারটিই আসে এ সময়ে। দুইবার জিতেছে ট্রেবল। আর তার মূল কারিগরই ছিলেন লিওনেল মেসি। সেই মেসিকে এবার ক্লাব ছাড়তে হচ্ছে। এমনটা হওয়ার পর কি ক্লাব আর আগের মতো থাকতে? কিছুই আর আগের মতো হবে না বলে মনে করেন দলের অন্যতম সিনিয়র খেলোয়াড় জেরার্দ পিকে।
বার্সেলোনা অবশ্য মেসির বিদায় বার্তাটা দিয়েছিল দুদিন আগেই। তবুও আগের দিন পর্যন্ত অপেক্ষা ছিল ক্লাব সভাপতি হুয়ান লাপোর্তার সংবাদ সম্মেলন শোনার। যদি নতুন কোনো তথ্য দেন। যদি কোনো উপায় তৈরি হয়। কিন্তু তার কিছুই হয়নি। উল্টো কঠিন বাস্তবতার কথা বিদায় বার্তাটা আরও জোরালোভাবে দেন ক্লাব সভাপতি। তাতেই শেষ দরজাটা বন্ধ হয়ে যায় মেসির। সতীর্থরাও উপলব্ধি করতে শুরু করেন শূন্যতার।
আর এ কঠিন বাস্তবতা যেন মানতে পারছেন না পিকে। সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে আবেগি বার্তা দিয়ে বলেন, 'কিছুই আবার আগের মত হবে না। না ক্যাম্প ন্যু, না বার্সেলোনা শহর, না আমরা। ক্লাবে ২০ বছরেরও বেশি সময় পর, তুমি বার্সার জার্সি পরা বন্ধ করে দিবে। বাস্তবতা, কখনও কখনও, খুব কঠিন।'
নিজেদের এমন বর্ণাঢ্য ক্যারিয়ার তৈরির ক্ষমতা তাদের হাতে থাকলে এরচেয়ে ভালো কিছু করতে পারতেন না বলে মনে করেন পিকে, '২০০০ সালে আমাদের দেখা, আমাদের বয়স ১৩ বছর এবং ক্যারিয়ার সামনে। কী ক্যারিয়ার! যে মা আমাদের জন্ম দিয়েছেন! যদি আমরা সেই সময়ে এটি ডিজাইন করতাম, তাহলে এর চেয়ে ভালোভাবে করা অসম্ভব ছিল। একটি অবিশ্বাস্য পাগলামি!'
রোমে নিজেদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মাধ্যমেই কিংবদন্তি মেসির শুরু বলে মনে করেন এ ডিফেন্ডার, 'এফসি বার্সেলোনায় ফিরে আসার পর আমার প্রথম মৌসুমে, আমরা ট্রেবল জিতেছিলাম এবং তুমি সর্বকালের সেরা খেলোয়াড় হয়েছিলে। রোজারিও থেকে রোমে আকাশ ছোঁয়া। সেখানে কিংবদন্তির শুরু। এরপর যা ঘটে তা ইতিহাস। এবং যা ঘটেছে এর চেয়ে ভালো কি হতে পারে!'
তবে আবারও মেসি বার্সায় ফিরবেন, এ অপেক্ষায় থাকবেন পিকে, 'এখন তুমি চলে যাচ্ছ, কিন্তু আমি জানি যে তুমি একদিন ফিরে আসবে। অনেক কাজ বাকি আছে। এটা ভালোভাবে পার করো, যেখানেই যাও ভালোভাবে উপভোগ করো, জিততে থাকো এবং এটা তুমি করতে জানো। এখানে আমরা তোমাকে মিস করতে যাচ্ছি। আমি তোমাকে ভালবাসি লিও।'
Comments