'কিছু ক্লাব জয়েই সন্তুষ্ট, সেটা তারা যেভাবেই পাক'

পুরো ম্যাচে দাপট দেখায় একটি দল, কিন্তু দিন শেষে জয় রিয়াল মাদ্রিদের। সদ্য শেষ হওয়া মৌসুমে এটা যেন দলটির জন্য নিয়মিত হয়ে উঠেছিল। একের পর এক ম্যাচে এভাবেই জিতে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও জিতে নিল লস ব্লাঙ্কোসরা। সম্প্রতি সে ব্যাপারটি নিয়েই কী ইঙ্গিতে খোঁচা দিলেন বার্সেলোনার তরুণ মিডফিল্ডার পেদ্রি।
ফুটবল গোলের খেলা। তাই শেষ পর্যন্ত গোল ব্যবধানে এগিয়ে থাকাকেই লক্ষ্য বানিয়ে খেলে থাকে অনেক ক্লাব। এরজন্য কুৎসিত ফুটবল খেলতেও আপত্তি নেই তাদের। তবে ফুটবল ক্লাব বার্সেলোনার দর্শনটা আবার ভিন্ন। ভালো খেলেই জয় পেতে চায় দলটি। আর খেলার এমন ধরণটাই পছন্দ করেন পেদ্রি।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে এক সাক্ষাৎকার দিয়েছেন এ তরুণ। সেখানেই নিজের খেলার দর্শন সম্পর্কে জানান তিনি, 'আমি যেখানেই থাকি সেখানেই আমি আমার খেলাটি খেলার চেষ্টা করি। কিন্তু এটা সত্য যে অন্য কোথায় আমাকে বেশি ভুগতে হবে।'
বার্সেলোনার খেলার ধরণই তার পছন্দ জানিয়ে বলেন, 'কিছু ক্লাব জয়েই সন্তুষ্ট, তা তারা সেটা যেভাবেই পাক। বার্সেলোনা জিততে চায় কিন্তু বল খেলেই সেটা করতে হবে, সুযোগ তৈরি করতে হবে এই ভাবনাই থাকে। আমি এই ফুটবল বেশি পছন্দ করি।'
বার্সেলোনা কোচ জাভি হার্নান্দেজের ধরণ জানিয়ে বলেন, 'জাভির এই মডেল সম্পর্কে খুব স্পষ্ট ধারণা আছে। আমাদের প্রত্যেকের করণীয় সম্পর্কে তিনি খুব স্পষ্ট। বল একপাশ থেকে অন্য দিকে চলে অভ্যন্তরীণ মিডফিল্ডারদের লাইনের মধ্যে থাকতে হবে। তিনি যখন খেলতেন তখন এ জিনিসগুলো করেছিলেন এবং তাকে দেখা দারুণ ব্যাপার ছিল - তিনি আমাদের মধ্যে এটাই করার চেষ্টা করছেন।'
'আমাদের অবস্থান ধরে রাখতে হবে। আপনি যদি অবস্থান থেকে বের হয়ে যান, তাহলে আপনি যখন বলটি হারাবেন আপনি যেভাবে চাপ তৈরি করতে চাইবেন তা পারবেন না। আপনি সেখানে পৌঁছাতে পারবেন না। তিনিও চান অভ্যন্তরীণ দিকগুলো ঘুরে দাঁড়াবে, প্রতিপক্ষের লক্ষ্যের মুখোমুখি হতে,' যোগ করেন পেদ্রি।
Comments