কোচের সিদ্ধান্তেই বেঞ্চে ছিলেন রোনালদো

ছবি: টুইটার

ইতালিয়ান সিরি আর নতুন মৌসুমের শুরুটা জুভেন্টাসের হয়েছে হতাশাজনক। রবিবার রাতে প্রথমার্ধে আধিপত্য দেখিয়েও উদিনেসের মাঠে তারা ড্র করেছে ২-২ ব্যবধানে। ম্যাচের শুরুর একাদশে ছিলেন না ক্রিস্তিয়ানো রোনালদো। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামানো হয় পর্তুগিজ মহাতারকাকে। যোগ করা সময়ে প্রতিপক্ষের জালে বল পাঠিয়ে দলকে জয় প্রায় পাইয়েই দিয়েছিলেন তিনি। কিন্তু রেফারি ভিএআরের সাহায্য নিলে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী রোনালদো বেঞ্চে থাকায় ফের ওঠে তার ক্লাব ছাড়ার গুঞ্জন। বেশ কয়েকটি ইতালিয়ান সংবাদমাধ্যম ম্যাচ চলাকালেই জানায়, ৩৬ বছর বয়সী ফরোয়ার্ড নিজেই শুরুর একাদশে থাকতে চাননি। কারণ, চলমান গ্রীষ্মকালীন দলবদলে জুভেন্টাস ছাড়ার পরিকল্পনা রয়েছে তার। আর নতুন ঠিকানায় পাড়ি জমানোর আগে ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজী নন তিনি।

উদিনেসের সঙ্গে ম্যাচের পর রোনালদোকে ঘিরে তৈরি হওয়া জল্পনা-কল্পনা নিয়ে মুখ খুলতে হয় মাসিমিলিয়ানো আলেগ্রিকে। দ্বিতীয় মেয়াদে জুভেন্টাসের দায়িত্ব নেওয়া কোচ জানান, 'রোনালদো ভালো আছে। ম্যাচ শুরুর আগে আমি তার সঙ্গে কথা বলেছিলাম। তাকে বলেছিলাম যে, সে বদলি হিসেবে বেঞ্চে থাকবে। তাতে কোনো আপত্তি ছিল না তার। আর যখন সে মাঠে নেমেছে, সে ভালো খেলেছে।'

গুঞ্জনের আগুনে জল ঢেলে জুভেন্টাসের সহ-সভাপতি পাভেল নেদভেদও কথা বলেন কোচ আলেগ্রির সুরে, 'এভাবে রঙচঙ মাখিয়ে গল্প তৈরি করা উচিত না আমাদের। কারণ, সেরকম কিছুই ঘটেনি। রোনালদোর সঙ্গে আলাপ করেই তাকে বেঞ্চে রাখার সিদ্ধান্তটি নেওয়া হয়। মৌসুম কেবল শুরু হওয়ায় সে এখনও ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে নেই। কোচ এই মুহূর্তে সেরা একাদশই নামানোর চেষ্টা করছে। আমি শতভাগ নিশ্চিত যে, এই মৌসুমে রোনালদো জুভেন্টাসেই থাকছে।'

উল্লেখ্য, চলতি মৌসুম শেষে ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে রোনালদোর। তবে সম্প্রতি বেশ কয়েকটি ক্লাবের সঙ্গে তার নাম জড়িয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে রিয়াল মাদ্রিদ, পিএসজি ও ম্যানচেস্টার সিটি।

Comments

The Daily Star  | English

Why landscape-based knowledge is critical for Bangladesh

How will we build the country without landscaping knowledge?

17h ago