অতীতের দ্বারস্থ হতে চান না ব্রাজিল কোচ তিতে

tite
ছবি: এএফপি

২৮ বছর ধরে কোনো শিরোপা ছুঁয়ে দেখা হয়নি আর্জেন্টিনার। এই সময়ের মধ্যে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল উপভোগ করেছে দারুণ সাফল্য। বিশ্বকাপ, কোপা আমেরিকা, কনফেডারেশন্স কাপ- কোনোকিছুই জিততে বাদ রাখেনি তারা। তবে এই দুই দলের ফাইনালকে সামনে রেখে অতীতের সাফল্য কিংবা ব্যর্থতায় আগ্রহ নেই সেলেসাও কোচ তিতের।

ম্যাচটা যখন ব্রাজিল-আর্জেন্টিনার, তখন উত্তেজনা থাকে তুঙ্গে। এবার যেহেতু মঞ্চটা কোপা আমেরিকার ফাইনাল, সেহেতু উন্মাদনার পারদ হয়েছে আরও চড়া। আগামীকাল রবিবার মারাকানা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। খেলা মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়।

কোপার এবারের আয়োজক ব্রাজিল গতবারও ছিল আসরের স্বাগতিক। নিজেদের মাটিতে তারা উৎসব করেছিল শিরোপার। নবমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার পথে দলটি পাড়ি দিয়েছিল আর্জেন্টিনা নামক বাধাকেও। সেমিফাইনালে তারা জিতেছিল ২-০ গোলে। তাতে আরও একবার ভেস্তে গিয়েছিল আলবিসেলেস্তেদের শিরোপা-খরা ঘোচানোর সুযোগ।

ফুটবল বিশ্বের দুই পরাশক্তি এখন পর্যন্ত তিনবার কোপার ফাইনালে পরস্পরকে মোকাবিলা করেছে। ১৯৩৭ সালে প্রথমবারের দেখায় জিতেছিল আর্জেন্টিনা। ২০০৪ ও ২০০৭ সালে পরের দুই সাক্ষাতে শেষ হাসি হেসেছিল ব্রাজিল।

শিরোপা নির্ধারণী লড়াইয়ে নামার আগে সংবাদ সম্মেলনে তিতে অবশ্য জানিয়েছেন, অতীত নিয়ে পড়ে থাকতে চাইছেন না তিনি, ‘অতীত অতীতই। নির্দেশনা পাওয়ার জন্য অতীতের দিকে তাকিয়ে লাভ নেই। কোপা আমেরিকার গত দুই আসরে (চলতি আসর সহ) আমরা অপরাজিত রয়েছি। আমাদের পরিসংখ্যানও তুলনামূলকভাবে ভালো। কিন্তু এগুলো আমার কাছে খুব বেশি তাৎপর্য বহন করে না।’

দুই দেশে তো বটেই, আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্রাজিল-আর্জেন্টিনাকে নিয়ে সাড়া পড়ে গেছে। আর ভক্ত-সমর্থকদের কথা তো বলাই বাহুল্য। এমনকি ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো বলেছেন, ফাইনালে তাদের দল জিতবে ৫-০ গোলে।

এসব মনস্তাত্ত্বিক খেলা নিয়ে মাথা ঘামাতে চাইছেন না ব্রাজিল কোচ, ‘আমরা একটা মনস্তাত্ত্বিক লড়াইয়ের মুখোমুখি। আমাদের কাজটা গণমাধ্যম ও সমর্থকদের চেয়ে আলাদা। আমাদের কাজ হলো প্রস্তুতি নেওয়া, অনুশীলন করা ও মনোযোগী থাকা। আমরা আমাদের অগ্রাধিকারের বিষয়গুলোর দিকে মনোনিবেশ করছি।’

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

1h ago