‘আর্জেন্টাইনদের আনন্দ উপহার দিতে শেষ পর্যন্ত লড়াই করব’

messi_and_de_paul
ছবি: টুইটার

দীর্ঘ শিরোপা-খরা ঘোচাতে পারবে আর্জেন্টিনা? ২৮ বছর পর কোনো প্রতিযোগিতায় হতে পারবে চ্যাম্পিয়ন? দলটির মিডফিল্ডার রদ্রিগো দে পল এবার আশাবাদী নিজ দেশের মানুষদের আনন্দের জোয়ারে ভাসাতে।

কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার আসরের ১৪ বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা লড়বে কলম্বিয়ার বিপক্ষে। ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়।

দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল প্রতিযোগিতার সবশেষ তিন আসরে দুইবার ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। কিন্তু শিরোপা জয়ের লক্ষ্য পূরণ হয়নি তাদের। দুইবারই টাইব্রেকারে চিলির কাছে হেরে আশাভঙ্গ হয় আলবিসেলেস্তেদের।

আরও একবার শিরোপা জেতার হাতছানি রয়েছে আর্জেন্টিনার সামনে। তবে আগামী ১১ জুলাই মারাকানায় ব্রাজিলের বিপক্ষে ফাইনালের লড়াইয়ে নামতে হলে আগে তাদেরকে পার হতে হবে কলম্বিয়া নামক বাধা।

কলম্বিয়াকে মোকাবিলার আগে সংবাদ সম্মেলনে দে পল বলেছেন, ‘আমাদের লক্ষ্য হলো ম্যাচ বাই ম্যাচভাবে এগিয়ে যাওয়া। দারুণ সব জাতীয় দল নিয়ে এটি একটি দীর্ঘ পথ। ফাইনালে ওঠার স্বপ্ন পূরণের জন্য এবং আর্জেন্টাইনদের আনন্দ উপহার দেওয়ার জন্য আমরা শেষ দিন পর্যন্ত লড়াই করতে তৈরি।’

তিনি যোগ করেছেন, ‘আমরা অনুপ্রাণিত এবং আমরা জানি, আগামীকালের ম্যাচটি কতটা কঠিন হবে। আমরা প্রস্তুত এবং ভীষণ রোমাঞ্চিত।’

Comments

The Daily Star  | English

Yunus promises election on time

Chief Adviser Prof Muhammad Yunus yesterday reaffirmed his commitment to holding the 13th national election in the first half of February next year.

7h ago