ইকুয়েডরের দুর্বলতাকে কাজে লাগাতে চায় আর্জেন্টিনা

গ্রুপ পর্বে কোনো জয় পায়নি ইকুয়েডর। তবে তাদের গতিময় খেলার ধরন নজর কেড়েছে লিওনেল স্কালোনির। সেই সঙ্গে প্রতিপক্ষের দুর্বল দিকও খুঁজে পেয়েছেন আর্জেন্টিনার কোচ। সতর্ক থাকার পাশাপাশি সেটাকে কাজে লাগিয়ে ফল বের করতে চান তিনি।
রবিবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইকুয়েডর। গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাতটায়।
এক হারের সঙ্গে তিন ড্র নিয়ে শেষ আটে পা রেখেছে ইকুয়েডর। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তারা রুখে দেয় আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলকেও। তাই তাদেরকে ভীষণ সমীহ করছেন স্কালোনি, ‘ইকুয়েডরের খেলার একটা নির্দিষ্ট ধরন আছে। তারা ভীষণ আগ্রাসী এবং তাদের খেলোয়াড়রা গতিসম্পন্ন। তারা আগে যে ম্যাচগুলো খেলেছে, প্রতিপক্ষ তাদের ওপর সেভাবে ছড়ি ঘোরাতে পারেনি।’
কোন কৌশল অবলম্বন করে ইকুয়েডরের বিপক্ষে সফল হতে চায় আলবিসেলেস্তেরা, তারও একটা ধারণা দিয়েছেন তিনি, ‘ইকুয়েডরের বিপক্ষে সুযোগ পেলে তা কাজে লাগানো জরুরি হবে। ওদের বিপক্ষে চাপ দিয়ে খেললে ওরা যে জায়গাটা ফাঁকা করে দেবে, বল পায়ে রেখে আমাদের তা কাজে লাগাতে হবে।’
গ্রুপ পর্বে অপরাজিত থাকা শিরোপাপ্রত্যাশী আর্জেন্টিনা নিজেদের খেলায় পরিবর্তন আনবে না বলেও জানিয়েছেন স্কালোনি, ‘প্রতিপক্ষ যে-ই হোক না কেন, আমরা সতর্ক। সব ম্যাচে আমাদের খেলার ধরন একই থাকবে। ইকুয়েডর গতিসম্পন্ন। যেকোনো দলের জন্য পরিস্থিতি কঠিন করে তোলার মতো দারুণ কিছু ফুটবলার তাদের আছে। তবে আর সব দলের মতো তাদেরও দুর্বলতা আছে এবং আমরা সেটারই সুযোগ নেওয়ার চেষ্টা করব।’
Comments