‘এটা স্বপ্নের চেয়ে বেশি কিছু’

Rodrigo de Paul
ছবি: টুইটার

মারাকানার মাঠে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন। ২৮ বছরের দীর্ঘ অপেক্ষার সমাপ্তি। এমন কোন কিছু যেন স্বপ্নেও ভাবতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচ শেষে এমনটাই বললেন টুর্নামেন্টে আর্জেন্টিনার হয়ে দারুণ খেলা মিডফিল্ডার রদ্রিগো দে পল।

রোববার বাংলাদেশ সময় সকালে ব্রাজিলকে হতাশ করে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। আনহেল দি মারিয়ার গোলে ১-০ গোলে জিতে উঁচিয়ে ধরে কোপা আমেরিকার শিরোপা। ১৯৯৩ সালের পর এই প্রথম কোন বড় আসরের শিরোপা উঠে আলবিসেলেস্তাদের ঘরে।

ম্যাচ শেষে মিডফিল্ডার দে পল প্রতিক্রিয়া জানাতে এসে যেন ভাষা হারিয়ে ফেললেন, জানালেন তাদের স্বপ্নের সীমানাকেও ছাড়িয়ে গেছে সব,  ‘এটা স্বপ্নের চেয়ে বেশি কিছু। মারাকানায় ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়াটা সব প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমি খুবই খুশি। মেসির সবাইকে দরকার ছিল, আমাদের মেসিকে দরকার ছিল। সে সর্বকালের সেরা।’

আর্জেন্টিনাকে জেতাতে যিনি ঠিক করেছেন সব পরিকল্পনা, যার ছকে আক্ষেপ কাটিয়েছে লিওনেল মেসিরা। সেই লিওনেল স্কালোনি এমন দিনে স্মরণ করলেন ভক্ত-সমর্থকদের,  ‘এটা দুর্দান্ত শিরোপা। বিশেষ করে মানুষের জন্য। আর্জেন্টিনার মানুষের জন্য, ভক্তরা নিঃস্বার্থভাবে ভালবেসেছে।  আমার মনে হয় তারা সব সময় দলের সঙ্গে থাকে।’

মারাকানায় ব্রাজিল-আর্জেন্টিনার কোপার ফাইনাল নিয়ে উত্তেজনা ছিল চরম। তুমুল উন্মাদনা তৈরি হয় ভক্তদের মাঝে। তবে প্রত্যাশা অনুযায়ী খেলা হয়নি দৃষ্টিনন্দন। দুদলকেই ম্যাচ জুড়ে প্রচুর ফাউল করতে দেখা গেছে। খেলার স্বাভাবিক গতি প্রায়ই হয়ে পড়ে মন্থর। স্কালোনি স্বীকার করলেন ম্যাচটা বের করে নিয়ে যেতে পারা ছিল ভীষণ কঠিন, ‘খেলাটা কঠিন ছিল। তারা সব রকম বাধা পেরিয়ে জিতেছে।’

Comments

The Daily Star  | English

Pakistan postpones foreign minister's visit to Bangladesh

The development comes amid escalation of tension between India and Pakistan following a terrorist attack

59m ago