কোপায় এবার গোল্ডেন বুট কে জিতবেন?
শেষ দিকে চলে এসেছে কোপা আমেরিকা ফুটবলের লড়াই। টুর্নামেন্টে টিকে আছে চার দল। তৃতীয় স্থান নির্ধারণসহ ম্যাচ বাকি কেবল চারটি। টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সমীকরণও অনেকটা পরিষ্কার। দুই গোলে এগিয়ে থাকা লিওনেল মেসি নাকি অন্য কেউ? কে জিতবেন গোল্ডেন বুট অ্যাওয়ার্ড?
এবার কোপায় দারুণ খেলছেন মেসি। গোল করছেন, করাচ্ছেনও। ৪ গোল নিয়ে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় তিনি আছেন সবার উপরে। মজার কথা হলো কোপায় এর আগে কখনো গোল্ডেন বুট জেতা হয়নি আর্জেন্টিনা অধিনায়কের।
মেসির পরে ২ গোল নিয়ে আছে পাঁচজন। মেসির দুই সতীর্থ পাপু গোমেজ ও লাউতারো মার্টিনেজ করেছে ২ গোল করে। পেরুর দুই ফুটবলার আন্দ্রে ক্যারিলো আর জিয়ানলুকা লাপাদুলারও আছে দুটি করে গোল। দুই গোল করেছেন ব্রাজিলের সেরা তারকা নেইমার।
এরা সবাই টুর্নামেন্টে টিকে থাকায় এখনি বলা যাচ্ছে না কে জিতবেন গোল্ডেন বুট। তবে বাকি দুই ম্যাচে আরও অন্তত তিন গোল করে তাদের কাউকে ছাড়াতে হবে মেসিকে।
মেসির সামনেও আছে একটি রেকর্ড স্পর্শের সুযোগ। যদিও কাজটা কঠিন কিন্তু আরও ৪ গোল করতে পারলে কোপায় সব আসর মিলিয়ে নিজ দেশের নরেবেতো মেন্ডেজ ও ব্রাজিলের জিজিনহোর সমান ১৭ গোল হবে তার।
কোপা আমেরিকা-২০২১: সেমি-ফাইনালের আগ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা
খেলোয়াড় |
দল |
গোল |
---|---|---|
লিওনেল মেসি |
আর্জেন্টিনা |
৪ |
পাপু গোমেজ |
আর্জেন্টিনা |
২ |
লাউতারো মার্টিনেজ |
আর্জেন্টিনা |
২ |
আন্দ্রে ক্যারিলো |
পেরু |
২ |
জিয়ানলুকা লাপাদুলা |
পেরু |
২ |
নেইমার |
ব্রাজিল |
২ |
Comments