কোপা আমেরিকার সেমি-ফাইনালের সময়সূচি

১০ জনের দল নিয়েও চিলিকে হারিয়ে কোপা আমেরিকার সেমি-ফাইনাল নিশ্চিত করে ব্রাজিল। আর একুয়েডরকে উড়িয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে লিওনেল মেসির আর্জেন্টিনা। আর এক ম্যাচ জিতলেই ফাইনালে উঠবে জনপ্রিয় এই দল। দেখে নেওয়া যাক কোপা আমেরিকার সেমি-ফাইনালে কার খেলা কখন।
ফাইনালে উঠার লড়াইয়ে আসরের বর্তমান চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ পেরু। আর্জেন্টিনা পাচ্ছে কলম্বিয়াকে।
সেমি-ফাইনাল সূচি
তারিখ |
বাংলাদেশ সময় |
ম্যাচ |
ভেন্যু |
---|---|---|---|
০৬/০৭/২১, মঙ্গলবার |
ভোর ৫টা |
পেরু-ব্রাজিল |
নিল্তন সান্তোস, রিওডি জেনেইরো |
০৭/০৭/২১, বুধবার |
সকাল ৭টা |
কলম্বিয়া-আর্জেন্টিনা |
মানে গারিঞ্চা, ব্রাসিলিয়া |
জয়ী দুই দল আগামী ১১ জুলাই রিওডি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে ফাইনালে লড়বে। তার আগের দিন হবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। দুটি খেলাই শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৬টায়।
Comments