পাকুয়েতার নৈপুণ্যে মুগ্ধ নেইমার

এক সময় ব্রাজিল দলে খেলতেন বিশ্বসেরা সব স্ট্রাইকার। সেইদিন পেছনে পড়ে গেছে অনেক আগে। এখন জালে বল ঢুকানোর যোগ্য লোক খুঁজে পেতে হয়রান হতে হয় পাঁচবারের বিশ্বসেরাদের। এবার কোপায় গুরুত্বপূর্ণ দুই ম্যাচে সেই কাজটা করতে পারায় লুকাস পাকুয়েতাকে বাহবা দিচ্ছেন দলের সেরা তারকা নেইমার।
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোরে কোপার সেমিতে পেরুকে ১-০ গোলে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। দলের হয়ে জয়সূচক একমাত্র গোল আসে পাকুয়েতার পা থেকে।
এর আগে কোয়ার্টার ফাইনালেও চিলির বিপক্ষে জয়সূচক গোলটি করেছিলেন তিনি।
দুবারই পাকুয়েতার জন্য কাজটা সহজ করে দেওয়ার নায়ক নেইমার। পায়েরর কারিকুরি দিয়ে প্রতিপক্ষ ডিফেন্স কাবু করে নেইমারের বানানো বল পেয়েই বাকি কাজটা করেন পাকুয়েতা।
ম্যাচ শেষে ২৩ বছর বয়েসী এই ফরোয়ার্ডের প্রশংসা করলেন ম্যাচ সেরা নেইমার, ‘পাকুয়েতা দারুণ ফুটবলার। দিনকে দিন সে আরও ভালো হয়ে উঠছে। ক্লাবের হয়েও অসাধারণ এক মৌসুম গেছে তার। কোপায় দেখাচ্ছে ব্রাজিলের জন্য সে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে।’
পাকুয়েতা অবশ্য প্রথম পছন্দের স্ট্রাইকার ছিলেন না শুরুতে। রবার্তো ফিরমিনোর বদলে মাঠে নামেন তিনি। তবে শেষ আটে চিলির বিপক্ষে গোল পাওয়ার পর সেমিতে তার কদর বেড়ে যায়। সেমিতেও গোল পাওয়ায় ফাইনালের একাদশেও তার জায়গা অনেকটা নিশ্চিত।
কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার পর পাকুয়েতার নৈপুণ্য ব্রাজিলকে দিচ্ছে স্বস্তির বিকল্প ভাবনা।
নকআউট পর্বের দুই ম্যাচ দলকে গোল করে চূড়ান্ত ম্যাচে নিয়ে যেতে পারায় স্বস্তির কথা জানালেন পাকুয়েতাও, ‘বেশ কঠিন লড়াই ছিল। ওরাও শক্তিশালী দল। তবে শেষ পর্যন্ত আমরা কাজটা করতে পেরেছি।’
Comments