ফাইনালে প্রতিশোধ নিতে নামবে না আর্জেন্টিনা: স্কালোনি

কোপা আমেরিকার সবশেষ আসরে ব্রাজিলের কাছে হেরে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। দুই বছরের ব্যবধানে এবার তারা মুখোমুখি হচ্ছে প্রতিযোগিতার ফাইনালে। তবে এই ম্যাচকে প্রতিশোধের লড়াই বলে আখ্যা দিতে নারাজ আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
২০১৯ সালের কোপার সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। ঘটনাবহুল ওই ম্যাচে স্বাগতিক ব্রাজিল জিতেছিল ২-০ গোলে। পরে আসরের আয়োজক ও দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল সংস্থা কনমেবলকে দুর্নীতিগ্রস্ত বলেছিলেন লিওনেল মেসি। আর্জেন্টাইন এই তারকা সংস্থাটির বিরুদ্ধে ব্রাজিলকে সুবিধা দেওয়ার অভিযোগ তুলেছিলেন। সেজন্য তাকে নিষেধাজ্ঞা পেতে হয়েছিল, গুণতে হয়েছিল জরিমানাও।
২৮ বছর ধরে শিরোপা না জেতা আর্জেন্টিনা এবার ফাইনালের মঞ্চে লড়বে ব্রাজিলের বিপক্ষে। খরা কাটানোর পাশাপাশি গতবারের হারের প্রতিশোধ নেওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে তাদের সামনে। তবে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ বিষয়ক প্রশ্ন গায়ে মাখেননি স্কালোনি।
‘আমি প্রতিশোধে বিশ্বাস করি না। আমরা যে কাজ আমরা করেছি এবং আমাদের যে পরিকল্পনা এখানে আছে, সেসবে আমি বিশ্বাস রাখি।’
‘আগামীকাল নিশ্চিতভাবেই শেষটা দেখা যাবে। ফাইনাল ম্যাচ এটি।’
ব্রাজিলের কাছে ওই হারের পর টানা ১৯ ম্যাচে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। এবার চ্যাম্পিয়ন হতে পারলে তারা ছুঁয়ে ফেলবে কোপায় সর্বোচ্চ ১৫টি শিরোপা জেতা উরুগুয়ের রেকর্ডও। প্রতিশোধের বিষয়টি উড়িয়ে দিয়ে স্কালোনি আছেন জমজমাট ম্যাচ দেখার অপেক্ষায়।
‘আমরা আমাদের চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে খেলব। আশা করি, খুব ভালো একটি ম্যাচ হবে এবং লোকে তা উপভোগ করবে। নিঃসন্দেহে এই ম্যাচ দেখতে গোটা দুনিয়া থমকে যাবে। তবে প্রতিশোধের কোনো ব্যাপার নেই সেখানে।’
আগামীকাল রবিবার বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকার ফাইনাল। বহুল প্রতীক্ষিত ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ছয়টায়। আসরের আগের সবগুলো ম্যাচ ফাঁকা গ্যালারির সামলে হলেও ফাইনালে মাঠে থাকতে পারেন সর্বোচ্চ ৭ হাজার ৮০০ দর্শক। যা স্টেডিয়ামের মোট ধারণক্ষমতার ১০ ভাগ।
Comments