প্রমাণ হচ্ছে আমরা যেকোনো পরিস্থিতি সামলাতে পারি: নেইমার

দারুণ গোলে এগিয়ে যাওয়ার পরই গ্যাব্রিয়েল জেসুসের লাল কার্ড পেয়ে বেরিয়ে যাওয়ায় চরম শঙ্কায় পড়ে গিয়েছিল ব্রাজিল। ম্যাচের প্রায় অর্ধেকটা সময় একজন কম নিয়ে চিলিকে সামলাতে হয়েছে। তা করতে পারায় নেইমার মনে করেন তাদের যেকোনো পরিস্থিতি মোকাবেলার সামর্থ্যেরই প্রমাণ হয়েছে এতে।
শনিবার বাংলাদেশ সময় সকালে রিওডি জেনিরোয় ব্রাজিল ১-০ গোলে চিলিকে হারিয়ে কোপা আমেরিকার সেমি ফাইনাল নিশ্চিত করেছে।
প্রধামর্ধ্বে গড়পড়তা খেলার পর দ্বিতীয়ার্ধে ভিন্ন মেজাজে নামে ব্রাজিল। নেইমার- লুকাস পাকুয়েতার সমন্বয়ে দ্রুতই পেয়ে যায় গোল। উৎসবের রেশ কাটতে না কাটতেই বড় ভুল করে বসেন জেসুস। বলে পা লাগাতে গিয়ে প্রতিপক্ষ ফুটবলারের মাথায় পা লাগিয়ে দেন তিনি। রেফারির সরাসরি লালা কার্ড দেওয়া ছাড়া উপায় ছিল না।
এরপর পুরোটা সময় ১০ জন নিয়ে লড়াই করে ব্রাজিল। রক্ষণ শক্ত রেখে মাঝে মাঝে করেছে আক্রমণ। শেষ পর্যন্ত ওই গোল ধরে রেখেই জিততে পারার স্বস্তি নেইমারের কণ্ঠে, ‘অনেক কঠিন এক পরীক্ষা ছিল। চিলি খুব ভালো দল, দারুণ সব ফুটবলার তাদের দলে। একজন কম নিয়ে খেলা খুবই কঠিন। তবে স্বস্তির ব্যাপার হলো আমরা জিতেছি এবং সেমি ফাইনালে উঠেছি।’
‘প্রতিটি পরীক্ষায় আমরা পোক্ত হচ্ছি, শক্তিশালী হচ্ছি। প্রমাণ হচ্ছে আমরা যেকোনো পরিস্থিতি সামলাতে পারি।’
জেসুস যেভাবে ফাউল করেছেন তাতে লাল কার্ড অবধারিত ছিল। তবে নেইমারের মনে হচ্ছে কিছুটা দুর্ভাগ্যের শিকার তাদের ফরোয়ার্ড, ‘জেসুসের কপাল খারাপ। প্রতিপক্ষের খেলোয়াড়ের দিকে নয়, ও বলের দিকে তাকিয়ে ছিল। তার লাল কার্ড পাওয়া দুর্ভাগ্যজনক।’
মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৫টায় পেরুর বিপক্ষে ফাইনালে উঠার লড়াইয়ে নামবে কোপার বর্তমান চ্যাম্পিয়নরা।
Comments