কৌতিনহো পেনাল্টি নেওয়ায় অবাক হয়েছেন কোচ জাভিও

ম্যাচের একেবারের শেষ দিকে পেনাল্টি পায় বার্সেলোনার। স্বাভাবিকভাবে স্পটকিক নেওয়ার কথা মেমফিস ডিপাইয়ের। কিন্তু শট নিতে এলেন ফিলিপ কৌতিনহো। সফল স্পটকিকে দলের জয় নিশ্চিতও করেছেন এ ব্রাজিলিয়ান। কিন্তু মেমফিস শট না নিয়ে কৌতিনহো নেওয়ায় কিছুটা অবাক হয়েছেন বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজও।
ভিয়ারিয়ালের মাঠে শনিবার রাতে লা লিগার ম্যাচে স্বাগতিকদের ৩-১ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। ম্যাচের সবগুলো গোলই হয় দ্বিতীয়ার্ধে। ৪৮তম মিনিটে ফ্র্যাঙ্কি ডি ইয়ংয়ের গোলে এগিয়ে যায় বার্সা। এরপর ৭৬তম মিনিটে ভিয়ারিয়ালকে সমতায় ফেরান স্যামুয়েল চুকুয়েজে। ৮৮তম মিনিটে বার্সাকে ফের এগিয়ে দেন মেমফিস। যোগ করা সময়ে কৌতিনহোর গোলে জয় নিশ্চিত হয় তাদের।
তবে লিওনেল মেসি দল ছাড়ার পর পেনাল্টি থেকে বার্সেলোনার স্পটকিক নেওয়ার দায়িত্ব এখন পালন করে আসছেন মেমফিস। স্বাভাবিকভাবে ভিয়ারিয়ালের বিপক্ষেও এমন কিছুই হবে ভেবেছিলেন কোচ। কিন্তু তাকে চমকে দিয়ে শট নেন কৌতিনহো।
মূলত এ ব্রাজিলিয়ান তারকার আত্মবিশ্বাস ফেরাতেই এমন সিদ্ধান্ত নেয় দলটি। ম্যাচ শেষ সংবাদ সম্মেলনে এমন সিদ্ধান্তে অবাক হওয়ার কথা স্বীকার করেন জাভি, 'এটা আমাকে বিস্মিত করেছে কারণ পেনাল্টি নেওয়ার কথা মেমফিসের। তবে আমরা একটি পরিবার। মূল্যবান তিনটি পয়েন্ট পেয়েছি।'
ম্যাচ জিতলেও দল খুব ভালো খেলেছে বলে মনে করেন না জাভি। ম্যাচের শেষ দিকে প্রতিপক্ষের ভুলেই গোল পেয়ে যান মেমফিস। ভাগ্য সঙ্গে ছিল বলেই জয় পেয়েছেন বলে জানান এ কোচ, 'তিনটি স্বর্ণালী পয়েন্ট। এ জয় আমাদের জন্য পবিত্র জলের মতো। ভিয়ারিয়ালের এ হার প্রাপ্য ছিল না। তবে এটাই বাস্তবতা, ভাগ্যও আপনার সঙ্গে থাকতে হবে। আমরা যেমন চেয়েছিলাম সেভাবে ম্যাচে আধিপত্য বিস্তার করতে পারিনি আমরা ভাগ্যবান ছিলাম।'
সৌভাগ্যের জয় পেলেও দলের সবাইকে উদযাপন করতেই বলেছেন এ কোচ, 'জয় পেতে আমাদের ঘাম ছুটে গেছে। তবে আমরা দারুণ একটি দলের বিপক্ষে খেলেছি যারা চ্যাম্পিয়ন্স লিগে খেলে। এই জয়ের মূল্য দিতে হবে। আমি মনে করি আমাদের সত্যিই খুশি হওয়া উচিত এবং উদযাপন করা উচিত।'
ভিয়ারিয়ালের বিপক্ষে সৌভাগ্যের এ জয়ে পয়েন্ট তালিকার সাত নম্বরে উঠে এসেছে বার্সেলোনা। ১৪ ম্যাচে ২৩ পয়েন্ট দলটির। এক ম্যাচ কম খেলে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ।
Comments