ক্যান্সারে আক্রান্ত হলার

ওয়েস্টহ্যামে থাকাকালীন সময়েও একাদশে নিয়মিত জায়গা হতো না সাবেস্তিয়ান হলারের। সেই হলার আয়াক্সে গিয়েই গেলেন বদলে। অসাধারণ ফুটবল উপহার দিয়ে নজর কেড়ে নেন সবার। তাই আর্লিং হালান্ডের বিকল্প হিসেবে তাকে দলভুক্ত করে বরুশিয়া ডর্টমুন্ড। কিন্তু নতুন ক্লাবে গিয়ে জানলেন ক্যান্সারে আক্রান্ত তিনি।
মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে বিষয়টি জানিয়েছে ডর্টমুন্ড। অণ্ডকোষের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিনি। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলার জন্য এখন সুইজারল্যান্ডে সফর করছে ডর্টমুন্ড। সেখানেই অনুশীলনে অসুস্থ হয়ে পড়েন হলার। পরীক্ষায় অণ্ডকোষে টিউমার ধরা পড়ে তার।
ডর্টমুন্ডের ক্রীড়া পরিচালক সাবেস্তিয়ান কেল বলেছেন, 'খবরটা হলার এবং আমাদের জন্য বড় ধাক্কার। পুরো ডর্টমুন্ড পরিবার আশা করছে, সাবেস্তিয়ান যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে। আমরা যেন তাড়াতাড়ি আবার ওকে আলিঙ্গন করতে পারি। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী পুরো চেষ্টা করছি, যাতে ও সেরা চিকিৎসাটাই পায়।'
এছাড়াও ক্লাবটি অনুরোধ করেছে যে খেলোয়াড় এবং তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করতে এবং এই মুহূর্তে কোনো ধরণের প্রশ্ন জিজ্ঞাসা না করতে। এ ফুটবলারের সব ধরণের সংবাদ জার্মান ক্লাবটিই জানিয়ে দেবে। উল্লেখ্য, পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য তাকই আজ বুধবার জার্মানিতে পাঠিয়ে দেওয়ার কথা রয়েছে।
গত মৌসুমে আয়াক্সের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেন হলার। প্রতিযোগিতা মিলিয়ে করেন ৩৪ গোল। যারমধ্যে চ্যাম্পিয়নস লিগে ৮ ম্যাচেই করেন ১১ গোল। তাতে মুগ্ধ হয়ে গত মাসে ৩১ মিলিয়ন ইউরোর বিনিময়ে আয়াক্স থেকে তাকে কিনে আনে ডর্টমুন্ড।
Comments