ক্লাবের কী পরিকল্পনা, আমাকে জানানো হয়নি: নেইমার

বাজারে জোর গুঞ্জন নেইমারকে বিক্রি করে দিতে চাইছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে ব্রাজিলিয়ান তারকা জানিয়ে দিলেন পিএসজিতেই থাকতে চান তিনি। যদিও ক্লাবের পরিকল্পনা সম্পর্কে তিনি নিজেও আছেন অন্ধকারে।

২০১৭ সালে তুমুল আলোচনার জন্ম দিয়ে বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেন নেইমার। তখন রেকর্ড ২২ কোটি ইউরো খরচ করেছিল পিএসজি। নেইমারের সঙ্গে ফরাসি ক্লাবটির চুক্তির মেয়াদ আরও ৩ বছর বাকি থাকলেও চলতি গ্রীষ্মের দলবদলে তাকে বিক্রি করে দেওয়ার কথা ভাবছে বলে খবর রটেছে।

শনিবার প্রাক মৌসুম প্রস্তুতিতে জাপান সফরে উরাওয়া রেডসকে ৩-০ গোলে হারায় পিএসজি। ম্যাচ শেষে নেইমার জানান লিওনেল মেসি, কিলিয়ান এমবাপেদের সঙ্গে পিএসজিতেই খেলে যেতে চান তিনি, 'আমি এখনো এই ক্লাবেই থাকতে চাই। ক্লাব থেকে আমাকে কিছু জানানো হয়নি, তাদের কী পরিকল্পনা তা আমি জানি না।'

'নতুন করে কাউকে আমার প্রমাণের কিছু নেই। শুধু নিজের ফুটবলটা খেলে যেতে হবে, এবং নিজের খেলা নিয়ে সুখি হতে হবে।'

প্রস্তুতিমূলক ম্যাচে নেইমার এদিন খেলেছেন স্রেফ ৩০ মিনিট। ৬০ মিনিটে এমবাপের বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান তারকা। একই সময় মাউরো ইকার্দির বদলি হয়ে মাঠে ঢুকেন মেসিও।

অল্প সময় খেললেও ফিটনেসের দিক থেকে কোন সমস্যা নেই। পুরো ম্যাচ খেলার মতই তার ফিটনেস আছে বলে জানান তিনি।

Comments

The Daily Star  | English

Pakistan says it has launched military offensive against India

Locked in a longstanding dispute over Kashmir, the two countries have engaged in daily clashes since Wednesday

51m ago