‘খেলার অনুপযুক্ত’ মাঠে চোট পেয়ে ছিটকে গেলেন তপু

বাম পায়ের হাঁটুর চোটে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বসুন্ধরা কিংস ও বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মণ। চলমান স্বাধীনতা কাপে পুলিশ এফসির বিপক্ষে ম্যাচে পাওয়া চোটের জন্য তিনি দায়ী করেছেন বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামের অনুপযুক্ত কন্ডিশনকে।
বসুন্ধরা কিংসের ফিজিও আবু সুফিয়ান সরকার জানিয়েছেন, চোট সারাতে চার থেকে সপ্তাহ পর্যন্ত পুরো বিশ্রামে থাকবেন তপু। এরপর ভারতীয় চিকিৎসক নন্দ কুমারের সঙ্গে পরামর্শ করবেন তিনি। এই চিকিৎসক তিন বছর আগে তপুর হাঁটুতে একটি অস্ত্রোপচার করেছিলেন।
দ্য ডেইলি স্টারকে এই চোটে ছিটকে যাওয়ার খবর নিশ্চিত করেন তপুও, 'এমআরএই করিয়েছি, রোববার স্ক্যান রিপোর্ট নন্দ কুমারকে পাঠিয়েছি। উনি ছয় সপ্তাহ বিশ্রাম নিতে বলেছেন।'
গত শনিবার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে পুলিশ এফসির বিপক্ষে ম্যাচের ৬৮ মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড়ের আল-আমিনের সঙ্গে বল দখলের লড়াইয়ে ছিলেন তপু। আল-আমিনের স্লাইডিং থেকে বাঁচতে লাফিয়েছিলেন তপু। কিন্তু ঠিকমতো করতে না পারায় পড়ে গিয়ে হাঁটুতে চোট পান তিনি। এই চোটে চলমান স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে খেলা হবে না দেশ সেরা এই ডিফেন্ডারের।
চোট পাওয়ার কারণ হিসেবে খেলার অনুপযুক্ত টার্ফকে দায়ী করেছেন তপু, 'মাঠটা খেলার উপযুক্ত ছিল না। আমি যখন লাফিয়ে সরতে চেয়েছি আমার বাম পা কৃত্রিম টার্ফে আটকে যায়।'
Comments