খেলোয়াড়দের সমর্থন পাচ্ছেন দাবি কোমানের

সময়টা এমনিতেই ভালো যাচ্ছে না বার্সেলোনার। তার উপর বেনফিকার কাছেও বড় ব্যবধানে হার। ফলে বার্সেলোনায় নিজের ভাগ্যটা এখন পেন্ডুলামের মতোই দুলছে কোচ রোনাল্ড কোমানের। যে কোনো সময়ই ছিটকে পড়তে পারে। তবে এ দুঃসময়ে খেলোয়াড়রা তার পাশে রয়েছেন বলেই দাবি করেছেন এ ডাচ কোচ।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে বেনফিকার মাঠে ৩-০ গোলে বিধ্বস্ত হয়েছে বার্সেলোনা। এ আসরে এবার নিজেদের প্রথম ম্যাচেও বায়ার্ন মিউনিখের কাছে একই ব্যবধানে হেরেছিল দলটি। ফলে দ্বিতীয় রাউন্ডে ওঠা নিয়ে বড় শঙ্কায় পড়েছে দলটি।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগে এতো বাজে শুরুটা তাদের হয়েছিল সেই ১৯৭২-৭৩ মৌসুমে। প্রায় অর্ধ শতাব্দী পর ফের তাদের এই দুরবস্থা। আর লা লিগাতেও ধুঁকছে দলটি। ৬ ম্যাচে মোটে ১২ পয়েন্ট নিয়ে তালিকার ৬ নম্বরে আছে তারা। স্বাভাবিকভাবেই তাই কোমানের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
তবে কিছুদিন আগে যদি কিন্তু দিয়ে কোমানকে আশ্বস্ত করেছিলেন সভাপতি হুয়ান লাপোর্তা। খুব শীগগিরই তাকে ছাঁটাই করবেন না বলেই জানিয়েছিলেন তিনি। কিন্তু দলের একের পর হারে কোমানের উপর আস্থা নাও থাকতে পারে তার।
তবে খেলোয়াড়রা সবাই তার পাশেই আছেন জানিয়ে কোমান বলেছেন, 'আমি আমার খেলোয়াড়দের সমর্থন অনুভব করছি এবং তাদের মনোভাবেরও। আমি কেবল দলের সাথে আমার কাজ সম্পর্কে মন্তব্য করতে পারি। আমি বাকিদের সম্পর্কে জানি না, আমি ক্লাব সম্পর্কেও না।'
এর আগে বার্সেলোনার সামর্থ্য নিয়ে মন্তব্য করলেও এদিন এ বিষয়ে কোনো কথা বলতে চাননি এ ডাচ কোচ, 'আমার দলের সামর্থ্য নিয়ে তর্ক করতে যাব না আমি। এই বার্সেলোনার সঙ্গে আগের বার্সেলোনার তুলনার কোনো অর্থই নেই। এটা পানির মতো পরিষ্কার।'
তবে বেনফিকার কাছে হারটা সহজেও মানতে পারছেন না কোমান, 'এই ফলাফল মেনে নেওয়া কঠিন। মাঠে যা দেখি, তার প্রতিফলন ফলাফলে পড়ছে না। আমার মনে হয় ২-০ তে পিছিয়ে পড়ার আগ পর্যন্ত আমরা ভালোই খেলেছি। গোল করার বেশ কয়েকটি সুযোগ পেয়েছি আমরা, কিন্তু নিতে পারিনি। ম্যাচ এভাবেই বদলে যায়। তারা যদি তিনটি সুযোগ সৃষ্টি করে প্রতিটিতেই গোল করে এবং আমরা না পারি, তখন দুই দলের মধ্যে বড় পার্থক্যই হয়।'
Comments